খেলাক্রিকেট

IND vs AUS: অবিলম্বে দল থেকে ওয়ার্নারকে বাদ দিন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যস্ত হওয়ার পর জ্বলে উঠলেন প্রাক্তনী

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং ব্যর্থতার পর রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

Advertisement

ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নাগপুরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার মহা শক্তিশালী ক্রিকেট দল। গতকাল থেকে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ক্রিকেটের দুই পরাশক্তি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান রত এই সিরিজ জয় আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত ম্যাচ জয়ের প্রধান পদক্ষেপ ফেলেছে। প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে বর্তমানে ব্যাটিং করছে ভারত।

এদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং ব্যর্থতার পর রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এদিন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তার ঝাঁঝালো তীর ছুটেছেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দিকে। এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যদি ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার বারবার ব্যর্থ হতে থাকেন তবে তাকে একাদশে জায়গা দেওয়ার আগে পুনঃবিবেচনা করা উচিত। ভারতের বিপক্ষে এশিয়া উপমহাদেশে ডেভিড ওয়ার্নারের রেকর্ড অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে দল নির্বাচকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক।

এদিন আইসিসির এক পর্যালোচনায় রিকি পন্টিং বলেন,’আমার মনে হয় ভারতের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের গড় রান সংখ্যা অত্যন্ত কম। যদি অস্ট্রেলিয়া চলতি সফরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চায় তবে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে। কিছু ব্যাটসম্যান বিগত কয়েক মাস ধরে রান করছেন না, তাদের প্রধান একাদশে জায়গা দেওয়ার আগে পুনঃবিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অ্যাশেজ ২০২১-২২ বর্ষের ‘প্লেয়ার অফ দ্যা সিরিজ’ ট্র্যাভিস হেডকে যদি প্রথম একাদশের বাইরে রাখা যেতে পারে তবে ধারাবাহিকভাবে ব্যর্থ পারফরমেন্সের পর কেন ডেভিড ওয়ার্নারকে প্রথম একাদশের বাইরে রাখা যাবে না। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে ট্র্যাভিস হেডকের রেকর্ড খারাপ বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই উপমহাদেশে টেস্ট ক্রিকেটে ওয়ার্নারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া প্রয়োজন।’

Related Articles

Back to top button