Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs RSA: বিশ্রামে হার্দিক পান্ডিয়া, প্রোটিয়া সিরিজে ডাক পেলেন বিধ্বংসী এই ক্রিকেটার

Updated :  Tuesday, September 27, 2022 11:54 AM

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ভারতীয় দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে এটাই ভারতের শেষ t20 সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজ শেষ এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আসন্ন প্রোটিয়া সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের সেরা অলরাউন্ড হার্দিক পান্ডিয়াকে। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অফ-ফর্মে থাকা দীপক হুডাকে। তার জায়গায় শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচক সদস্যরা। পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া উমেশ যাদবকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের অংশ করেছে টিম ম্যানেজমেন্ট।

আপনাদের জানিয়ে রাখি, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে সেপ্টেম্বর তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ২রা অক্টোবর গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচটি ৪ঠা অক্টোবর ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটা ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতের তারকা ক্রিকেটাররা ২২ গজের লড়াইয়ে নামলেও ৪ঠা অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে ভারতীয় বি দল মাঠে নামবে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী ৫ই অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড্ডায়ন করবে টিম ইন্ডিয়া।