বহু চেষ্টার পর জয় পেল না ভারত। আজ যুবভারতী প্রাঙ্গণে ভারত বনাম বাংলাদেশ খেলার ফল ১-১ হিসেবে শেষ হয়। প্রথম থেকেই বাংলাদেশের একের পর এক শট ভারতের ওপর চাপ বাড়াচ্ছিল। কিন্তু ভারতের গোলরক্ষক গুরপ্রীতের একটি ভুলে ৪২ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। সমতা ফেরাতে বেশ খানিকটা সময় লাগলেও অবশেষে ৮৮ মিনিটে গোল করে খেলার সমতা ফেরায় আদিল আহমেদ খান।
Recommended