খেলাক্রিকেট

WTC Final 2023: টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও ছোঁয়া হলো না ট্রফি! অধরা যন্ত্রণা নিয়ে দেশে প্রত্যাবর্তন বিরাট-রোহিতের

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে।

Advertisement

১০ বছরের খরা কাটাতে বিরাটের উপর ভরসা না রেখে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সুদুর ইংল্যান্ড অবস্থান করছে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারল না বিরাট কোহলিরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে রানার্স আপ হয়ে দেশে ফিরতে হচ্ছে ব্লু-বাহিনীদের।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ভাবে ব্যর্থতার পরিচয় দেন। অজিঙ্কা রাহানের ৮৯ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ফলো-আপের হাত থেকে রক্ষা পায় বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ভারত মাত্র ২৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যানরা ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করেন। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান সহ ভারতের সামনে জয়ের জন্য সর্বমোট ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ধার্য করে। চতুর্থ দিনে বেশ কিছু সময় ব্যাটিং করার সময় পান ভারতীয় ব্যাটসম্যানরা। তবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি রোহিত-পূজারার মত ব্যাটসম্যানরা।

বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে ২২ গজের ময়দানে অজিদের বিপক্ষে লড়াই করলেও তাদের পতনের সাথে সাথে বিশ্বকাপের ফাইনাল জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় ভারতের। ম্যাচের পঞ্চম দিনের খেলা শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ভারতকে বাণ্ডিল করে দেয় অজি বাহিনী । ফলশ্রুতিতে ২০৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দল হিসেবে টেস্ট বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল অস্ট্রেলিয়া।

Related Articles

Back to top button