Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কনফার্ম টিকিট থাকলেও জরিমানা করতে পারেন টিটি, ভারতীয় রেলের এই নিয়মের ফাঁদে পড়েন অনেকেই

Updated :  Wednesday, December 13, 2023 3:37 PM

ভারতীয় যোগাযোগ মাধ্যমের লাইফ লাইন রেল। দেশের কোটি কোটি মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয় রেলপথ। এ কারণে প্রতিদিন কয়েক লাখ মানুষ রেলপথে যাতায়াত করেন। ভারতীয় রেল হাজার হাজার ট্রেন পরিচালনা করছে যাতে মানুষের যাতায়াতে অসুবিধা না হয় এবং এছাড়া আরও অনেক সুবিধা প্রদান করা হচ্ছে। যাতে যাত্রীরা সহজেই ট্রেনে ভ্রমণ করতে পারেন। তবে রেল ভ্রমণের ক্ষেত্রেও অনেক নিয়ম রয়েছে। তার একটা সম্পর্কে আপনাদের আজ জানানো হচ্ছে।

এটা তো সবাই জানেন যে টিকিট ছাড়া ট্রেনে কেউ ধরা পড়লে তাকে শাস্তি দেওয়ার নিয়ম রয়েছে ভারতীয় রেলে। এ ছাড়া ভারতীয় রেলওয়ের আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো অনেকেই জানেন না। যে যাত্রীরা রোজ ট্রেনে ভ্রমণ করেন তাদের পক্ষেও হয়তো সব নিয়ম মনে রাখা সম্ভব হয় না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির ট্রেন যদি দুই ঘণ্টা পরে হয়, তাহলে ২ ঘণ্টা আগে এই স্টেশনে অপেক্ষা করতে পারবেন।

Indian Railways Ticket

ধরুন আপনি যদি ট্রেনে করেন গুজরাট যাবেন। সেক্ষেত্রে আপনি ৪ থেকে ৫ ঘন্টা আগে রেল স্টেশনে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনার নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। আপনি যদি রেলওয়ের এই নিয়ম লঙ্ঘন করেন তবে নিশ্চিত টিকিট থাকার পরেও টিটিই আপনাকে যে কোনও ধরণের জরিমানা নিতে পারেন। আপনি যদি প্রদত্ত ক্লাসিক টাইম টেবিলটি অনুসরণ না করেন এবং আপনার কাছে প্ল্যাটফর্ম টিকিট না থাকে তবে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হতে পারে, কিংবা মোটা অংকের জরিমানা করা হতে পারে। তাই প্লাটফর্মে যাওয়ার আগে আপনাকে একটি প্লাটফর্ম টিকেট কিনতে হবে। সেই সঙ্গেও সময়ের ব্যাপারেও আরও একটু সচেতন হওয়া দরকার।