Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শতাব্দি এক্সপ্রেসে এমন অপূর্ব সুবিধা চালু করল ভারতীয় রেল, শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও

Updated :  Monday, August 15, 2022 6:56 PM

যাত্রী সুবিধার্থে একের পর এক অভাবনীয় কাজ করছে ভারতীয় রেল। প্রযুক্তিগত দিক থেকে আধুনিকরণ থেকে শুরু করে সার্ভিস ম্যানেজমেন্ট সবেতেই এখন এগিয়ে এই ভারতীয় রেল। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ২৫ বছরের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছে ভারতীয় রেল। বলা যেতে পারে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। এবার শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করে যাচ্ছে বড়সড় উপহার দিচ্ছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সেন্ট্রাল রেলওয়ে জোন পঞ্চম ভিস্টাডম কোচ চালু করছে। কোন শতাব্দীতে লাগবে এই কোচ? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, পুনে সেকেন্দ্রাবাদ শতাব্দী এক্সপ্রেসে যার ট্রেন নম্বর ১২০২৬/১২০২৫, এই ভিস্টাডম কোচ যোগ করা হচ্ছে। আশা করি সকলেই এই ভিস্টাডম কোচের বিশেষত্ব জানেন। এতে ভ্রমণরত যাত্রীরা ভ্রমণের সময় প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন ট্রেনের বিশাল কাঁচের জানলার মাধ্যমে। আপনার মনে হবে আপনি প্রকৃতির মাঝে বসে রয়েছেন আরামদায়কভাবেই। এই কোচে ভ্রমণের মজাটাই আলাদা। এর উপরের দিকে বসানো রয়েছে আয়না এবং প্রশস্ত জানালার প্যানেলে একদম আপনার কাছে চলে আসে প্রকৃতি।

আসলে সেকেন্দ্রাবাদ পুনে শতাব্দী এক্সপ্রেসের রুটে পড়ে ভিকারাবাদ ওয়াদি প্রসারিত অনন্তগিরি পাহাড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য। এবার তা উপভোগ করা যাবে ভিস্টাডম কোচের মাধ্যমে। এই শতাব্দী এক্সপ্রেস পুনে থেকে সকাল সাড়ে ছটায় ছাড়ে এবং সেকেন্দ্রাবাদ পৌঁছায় দুপুর ২:২০ মিনিটে। ফিরতি যাত্রায় ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে রাত ১১ টায় পুনে পৌঁছায়। এই ট্রেনের ভিস্টাডোম কোচ থেকে উজনি ব্যাক ওয়াটার এবং ভিগবানের বাঁধের অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন।