এই মুহূর্তে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট খেলতে ব্যস্ত রয়েছে। ইতিপূর্বের সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে লজ্জাজনক ভাবে হারিয়েছে ভারত। তবে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র 109 রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মারা। দলের হয়ে সর্বোচ্চ 22 রানের ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত তৃতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তবে অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ভরসা রাখতে পারেননি তিনি। প্রথম ইনিংসে মাত্র 20 রান সংগ্রহ করেন তিনি। এরপর ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে চরম ফ্লপ প্রমানিত হয়েছেন শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে যখন দলের জন্য একটি লম্বা পার্টনারশিপের প্রয়োজন ছিল তখন সবাইকে হতাশ করে 15 বলে 5 রান করে সাজঘরে ফেরেন তিনি।
এই ম্যাচে তরুণ ক্রিকেটার শুভমান গিল শুধুমাত্র রোহিত শর্মা কিংবা রাহুল দ্রাবিড়কে হতাশ করেছেন এমনটা নয়, অধিনায়কের পাশাপাশি তিনি লাখ লাখ ক্রিকেট ভক্তকে হতাশ করেছেন। দ্বিতীয় ইনিংসেও বিশেষ কিছু করতে না পেরে স্পিনার নাথান লায়নের শিকার হন গিল। ইনিংসের 17 তম ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন লিওন। এদিকে ভারতীয় ব্যাটসম্যানদের চরম ব্যাটিং বিপর্যয়ের ফলে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 163 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।
যদি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শুভমান গিলের ক্যারিয়ার সম্পর্কে বলি তবে আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 14 টেস্ট ম্যাচ ম্যাচে মোট 27 ইনিংস ব্যাটিং করেছেন শুভমান গিল। যেখানে একটি সেঞ্চুরির ও চারটি অর্ধশত রানের পাশাপাশি 762 রান করেছেন।