Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দ্বিগুণ হয়ে যাবে আপনার টাকা, এক্ষুনি বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই প্রকল্পে

Updated :  Wednesday, December 20, 2023 11:43 AM
Post office monthly scheme

ব্যাংক পোস্ট অফিস মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার সব জায়গাতে লাভের মুখ দেখতে এখন বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন আজকালকার বিনিয়োগকারীরা। এর মধ্যে একটি অন্যতম প্রকল্প রয়েছে যেখানে কয়েকদিনের মধ্যেই আপনার টাকা একেবারে ডবল হয়ে যেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে সেখানে বিনিয়োগ করবেন আপনি এবং কি এই প্রকল্পের শর্ত। আসুন জেনে নেওয়া যাক এই লাভজনক প্রকল্পের সমস্ত খুঁটিনাটি।

পোস্ট অফিসের এই ব্যাপক জনপ্রিয় বিনিয়োগ ক্ষেত্রটি হল কিষান বিকাশ পত্র। এই প্রকল্পে টাকা রাখলে কিছুদিনের মধ্যেই টাকা ডবল হয়ে ফেরত চলে আসে আমানত কারীর কাছে। তবে এখানে বিনিয়োগের বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে। কিষান বিকাশ পত্র যোজনায় সবাই বিনিয়োগ করতে পারেন না। কেবলমাত্র তারাই বিনিয়োগ করতে পারেন যাদের বয়সটা অন্যান্যদের থেকে অনেকটা বেশি। বয়স্করা একক বা জয়েন্ট একাউন্ট খুলে সেখানে টাকা রাখার সুযোগ পেতে পারেন। এছাড়াও দশ বছরের উর্ধ্বে নাবালক এবং নাবালিকারা নিজের নামে এই প্রকল্পে একাউন্ট খুলতে পারেন। কোন অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মা বাবা এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন।

কিষান বিকাশ পত্রে ১০০০ টাকা থেকে আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে এবং আপনি ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করার সবথেকে বড় সুবিধা হল আপনি নিজের মতো করে টাকা একাউন্টে রাখতে পারেন এবং এর কোন ঊর্ধ্বসীমা থাকবেনা। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করার জন্য আপনি পেয়ে যাবেন ৭.৫ শতাংশ হারের সুদ। এই প্রকল্পের প্রথম সুবিধা হল এর সুদের হার শেয়ার বাজারের উপর নির্ভর করে না ফলে সুদের হার অপরিবর্তিত থাকে।

এছাড়াও নিশ্চিত রিটার্ন পাওয়ার ক্ষেত্রে কিষান বিকাশ পত্র একটি উল্লেখযোগ্য প্রকল্প। এখানে আপনি পোস্ট অফিসের টাকা রাখছেন ফলে আপনার টাকা একেবারে সুরক্ষিত। আপনার ঠকে যাবার কোনো সম্ভাবনা নেই। যে কোন পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা এই প্রকল্পে বিনিয়োগ করার বিপরীতে ঋণ পেতে পারেন। পাশাপাশি কিষান বিকাশ পত্রের সঙ্গে KYP অ্যাকাউন্ট ট্রান্সফারের সুবিধা দিয়ে থাকে পোস্ট অফিস।