Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ISRO-র নতুন পদক্ষেপ, মহাকাশে পাঠানো হবে মানুষরূপী রোবট

ইসরোর স্পেস প্রোগ্রামের কাজ কোনো নতুন কিছু নয়, এবার তারা মহাকাশে পাঠাবে গগন্যায়ন। এই গগন্যায়নের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে মানুষরূপী রোবট। ISRO এর আগামী কর্মসূচিতে তারা মহাকাশে ২০২২ এ মানুষ…

Avatar

ইসরোর স্পেস প্রোগ্রামের কাজ কোনো নতুন কিছু নয়, এবার তারা মহাকাশে পাঠাবে গগন্যায়ন। এই গগন্যায়নের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে মানুষরূপী রোবট। ISRO এর আগামী কর্মসূচিতে তারা মহাকাশে ২০২২ এ মানুষ পাঠানোর আগে রোবট পাঠিয়ে কাজটিকে সফলের মাধ্যমে একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় । জানা গিয়েছে, ২০২০ এর শেষের দিকে তারা মহাকাশে পাঠাবে রোবট। তবে রোবটটি একজন মহিলা রূপী।

ভ্যোম মিত্র নামে এই মহিলা রোবটের অনেকগুলি মানসিক গুন রয়েছে, যেমন- হিউম্যানয়েড রোবটটি একাধিক কাজকর্ম করতে সক্ষম, এবং দুটি ভাষা সম্পর্কে সে অবগত। ইসরোর প্রধান কে সিভন গত বছর TOI তে বলেছেন, “হিউম্যানয়েড প্রায় প্রস্তুত,আমরা নিশ্চিত হওয়ার জন্য একটি রোবটকে প্রেরণ করে পরীক্ষা করতে চাই যে এটি মানুষকেও একইভাবে পৌছে দিতে পারবে কিনা মহাকাশে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

ইসরো স্পেসফ্লাইট মিশনের আগে মহাকাশে হিউম্যানয়েড রোবট পৌছনোর পরিকল্পনা করে এবং তা এ বছরের শেষে তারা প্রেরণ করবে।

About Author