Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩০০ টাকার বেশি রিচার্জ করে পেয়ে যান ৮ মাসের ভ্যালিডিটি, নতুন অফার আনল Jio

Relaince Jio এর কিছু নির্দিষ্ট প্ল্যানই রিচার্জ করেন সকল মানুষ। কিন্তু বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান রয়েছে Jio এর ঝুলিতে, যার বিষয়ে আমরা বহু জন জানিনা। আজ এই প্রতিবেদনে আমরা Jio…

Avatar

Relaince Jio এর কিছু নির্দিষ্ট প্ল্যানই রিচার্জ করেন সকল মানুষ। কিন্তু বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান রয়েছে Jio এর ঝুলিতে, যার বিষয়ে আমরা বহু জন জানিনা। আজ এই প্রতিবেদনে আমরা Jio এর সেই সমস্ত প্লান সম্পর্কে অর্থাৎ সেই সমস্ত রিচার্জ অফার সম্পর্কে কথা বলতে চলেছি, যা আপনার জানা প্রয়োজন। আমরা কথা বলব ৯৯৯ টাকা এবং একটি ১২৯৯ টাকার প্ল্যান সম্পর্কে। চলুন জানা যাক,
দুটি প্ল্যানের মাঝে পার্থক্য কেবল ৩০০ টাকার কেন মাত্র বলছি? আসলে এই ৩০০ টাকার অতিরিক্ত খরচ করলেই পাবেন ৮ মাসের অতিরিক্ত বৈধতা।

Reliance Jio 999 টাকার প্ল্যান
Jio এর এই অফারে গ্রাহক পাবেন দৈনিক ৩ জিবি ডেটা সহ ৮৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ গ্রাহক পাবেন মোট ২৫২ জিবি ডেটা। এছাড়া রয়েছে দিনে ১০০ টি এসএমএসের সুবিধাও। সেখানেই শেষ নয়। এর সাথে আনলিমিটেড কলিং এর বিকল্প তো আছেন। যাদের বেশি ডেটার প্রয়োজন হয়, তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। বিশেষ করে যারা ওয়ার্ক ফর্ম হোম করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Reliance Jio 1299 টাকার প্ল্যান
অন্যদিকে এই প্ল্যানের বৈধতা ১১ মাস। তবে এই প্ল্যানে ডেটা অনেকটাই কম পাবেন গ্রাহক। মোট ডেটার পরিমাণ ২৪ জিবি। তাই বেশি ডেটা প্রয়োজন হলে এই প্ল্যান না ব্যবহার করাই ভালো তবে রয়েছে ৩৬০০ টি এসএমএস পাঠানোর সুযোগ সহ আনলিমিটেড কলিং এর সুবিধা।

About Author