টেক বার্তা

এবার Jio-Airtel কে টক্কর দিল এই স্থানীয় কোম্পানি, তিন মাস হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করুন সম্পূর্ণ বিনামূল্যে

এই মুহূর্তে ভারতের স্থানীয় এই কোম্পানিটি দেশের বৃহৎ ৩০টি শহরে ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে।

Advertisement

যদি আপনি একজন স্মার্টফোন ব্যবহারকারী হন এবং আপনার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নিতে আগ্রহী হন, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি ব্রডব্যান্ড সার্ভিস সম্পর্কে তথ্য দিতে চলেছি, যেটি বর্তমানে ভারতের বাজারে Jio-Airtel কে টক্কর দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ, লোকাল এই কোম্পানির মাসিক রিচার্জ পরিকল্পনার দাম শুনে রীতিমতো অবাক হচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন Jio-Airtel-এর মত বৃহৎ কোম্পানির আধিকারিকরা।

আমরা আপনাদের বলি, সম্প্রতি ভারতের লোকাল কোম্পানি Excitel নিজের গ্রাহকদের জন্য ব্রডব্যান্ড কানেকশন লঞ্চ করেছে। শুধু তাই নয়, নিজের গ্রাহকদের এমন আশ্চর্যজনক রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে, যা শোনার পর রীতিমতো হুঁশ উড়েছে Jio-Airtel-এর মতো বৃহৎ কোম্পানিদের। আপনারা জানলে অবাক হবেন, Excitel নিজের গ্রাহকদের জন্য বার্ষিক রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যেখানে মাত্র ৯ মাসের জন্য রিচার্জ করতে হবে গ্রাহকের। অর্থাৎ ৯ মাসের রিচার্জে পুরো বছর হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের স্থানীয় এই কোম্পানিটি দেশের বৃহৎ ৩০টি শহরে ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে। আমরা আপনাদের আরও বলে রাখি, এই স্থানীয় কোম্পানি শুধুমাত্র নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম কম রেখেছে এমনটি নয়, আপনি ১৮টি OTT প্ল্যাটফর্ম এবং ১৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন এই ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে। যদি মাসিক রিচার্জের কথা বলি, তবে মাত্র ৪৯৯ টাকার রিচার্জে ৩০০এমবি/সেকেন্ডে হাই-স্পিডে ইন্টারনেট অফার করছে এই কোম্পানি। যা বর্তমানে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ভারতের বৃহৎ ব্রডব্যান্ড কোম্পানি গুলির জন্য।

Related Articles

Back to top button