Jio Recharge Plan: নতুন বছরে নতুন চমক! 200GB ডেটা, আনলিমিটেড 5G সহ একগুচ্ছ অফার দিচ্ছে Jio-র এই সস্তা প্ল্যান
Jio এর এই রিচার্জ প্ল্যান ৯০ দিনের ভ্যালিডিটি দেবে
টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। সম্প্রতি নতুন বছর ২০২৫ উপলক্ষে একগুচ্ছ সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করেছে Jio। এরমধ্যে ২০০ দিনের জন্য ভ্যালিড একটি প্ল্যান সকলের মন জয় করছে। এই প্ল্যান সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
৮৯৯ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি
আপনাদের জানিয়ে রাখি জিও তাদের ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি এনে কড়া টক্কর দিচ্ছে অন্যান্য টেলিকম অপারেটরদের। ১০০০ টাকার কম দামে ৯০ দিনের দীর্ঘ ভ্যালিডিটি যে ব্যাপক সাশ্রয়ী তা বলার অপেক্ষা রাখে না। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ৩ মাসের জন্য রিচার্জ থেকে মুক্তি পেতে পারবেন। এর পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা, প্রতিদিন ১০০ এসএমএস এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। ফলে, ৯০ দিনের মধ্যে মোট ১৮০ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ থাকবে।
পাওয়া যাবে জিও টিভি ও জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন
এছাড়া, গ্রাহকরা অতিরিক্ত ২০ জিবি ডেটা পাবেন এবং জিও টিভি ও জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য উপযোগী যারা দীর্ঘ সময় পর্যন্ত রিচার্জ করতে চান এবং তাদের দৈনন্দিন ইন্টারনেট, কলিং ও ডেটা ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী প্যাকেজ খুঁজছেন। এটি গ্রাহকদের জন্য একটি লাভজনক ও সুবিধাজনক অফার হিসেবে দেখা যাচ্ছে, যা তাদের টেলিকম খরচ কমিয়ে দিয়ে আরও বেশি সুবিধা প্রদান করবে।