Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বার্ষিক প্ল্যানে কে সেরা? দেখে নিন Jio-VI-Airtel-এর কিছু সেরা প্ল্যান

প্রায়ই নিজের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনতে দেখা গিয়ে থাকে জনপ্তিয় টেলিকম সংস্থা Jio কে। কোনও প্ল্যানে ডেটার পরিমাণ বেশি আবার কোনও প্ল্যানে বেশি বৈধতা। তবে সম্প্রতি Jio লঞ্চ করেছে…

Avatar

By

প্রায়ই নিজের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনতে দেখা গিয়ে থাকে জনপ্তিয় টেলিকম সংস্থা Jio কে। কোনও প্ল্যানে ডেটার পরিমাণ বেশি আবার কোনও প্ল্যানে বেশি বৈধতা। তবে সম্প্রতি Jio লঞ্চ করেছে একটি এমন প্ল্যান যে প্ল্যানে গ্রাহককে দেওয়া হবে ১,০৯৫ জিবি ডেটা সহ ৩৬৫ দিনের বৈধতা। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। তবে একই ধরনের বহু প্ল্যান রয়েছে Jio এর প্রতিদ্বন্দ্বী VI এবং Airtel এর ঝুলিতেও। সেই কারণে আজ আমরা VI, Airtel এবং Jio এর এমন কিছু প্ল্যান সম্পর্কে আলোচনা করতে চলেছি যার বৈধতা ৩৬৫ দিন। চলুন জানা যাক্‌

Jio র ২৩৯৯ টাকার প্ল্যান

Jio র ঝুলিতে রয়েছে ২৩৯৯ টাকার এক প্ল্যান, এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের প্রদান করে থাকে প্রতিদিনের ২ জিবি ডেটা। এই প্ল্যানের বৈধতা ও ৩৬৫ দিন। সাথে রয়েছে দৈনিক ১০০ টি SMS এর সুবিধাও। অন্যদিকে Jio অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Jio র ২৫৯৯ টাকার প্ল্যান

অনেকটা Jio র ২৩৯৯ টাকার প্ল্যানের মতো একই হলেও এই প্ল্যানে কিছু বিশেষ অফার রেখেছে কোম্পানি। এই প্ল্যানে দেওয়া হয় এক বছরের জন্য Disney+ Hostar এর সাবস্ক্রিপশন একদম ফ্রি।

VI এর ২৩৯৯ টাকার প্ল্যান

Jio র মতো VI এর ঝুলিতেও রয়েছে ২৩৯৯ টাকার এক বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের অফার করে ১.৫ জিবি দৈনিক ডেটা সহ ১০০ টি sms এর সুবিধা। অন্যদিকে রয়েছে বিঞ্জ অল নাইট অফার ও। কেবল তাই নয়, এই প্ল্যানের সাথে গ্রাহক পাবেন Disney+ Hostar এর ফ্রি সাবস্ক্রিপশন।

Airtel এর ১৪৯৮ টাকার প্ল্যান

এই প্ল্যানে কোম্পানির তরফ থেকে গ্রাহকদের অফার করা হচ্ছে ৩৬৫ দিনের বৈধতা। তবে এই প্ল্যানে দৈনিক ডেটার কোনও লিমিট নেই। কোম্পানি গ্রাহকদের প্রদান করছে মোট ২৪ জিবি ডেটা । সাথে রয়েছে ১০০ টি sms এর সুবিধা ও।

Airtel এর ২৪৯৮ টাকার প্ল্যান

এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের প্রতিদিনের ২ জিবি ডেটা এবং সাথে আনলিমিটেড কলিং অফার করে থাকে। সাথে প্রতিদিনের ১০০ টি sms তো আছেই।

About Author