Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৈলাশ খেরের গাওয়া গান তেরি দিওয়ানি গেয়ে ভাইরাল এক উঠতি শিল্পী, দেখুন ভিডিও

Updated :  Friday, October 9, 2020 1:29 PM

গান গাইতে নাকি শুনতে, কোনটি বেশি পছন্দ আপনার? যদি গান শুনতে একান্তই পছন্দ করেন তবে স্বাদ বদলের জন্য নতুনদের গাওয়া গান শ্রবণে মন্দ হয় না। আসলে গান গাওয়াটা একটা শিল্প, যারা এই শিল্পের কদর করতে জানেন তাঁরা প্রত্যেকেই শিল্পী। এমনই এক শিল্পীর খোঁজ পেলাম আমরা যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলুন দেখে নিই সেই ভিডিও।

কৈলাশ খের এর গাওয়া গান তেরি দিওয়ানি (Teri Deewani) গেয়ে ভাইরাল হলেন এই যুবক। নিজের ভঙ্গিতে চমৎকার গেয়েছেন এই যুবক। গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই লকডাউনে বাড়িতে বসে অনেকেই নিজেদের প্রতিভাকে ঝালাই করে নিয়েছে। কেউ কেউ রাতারাতি ভীষণ ভাইরাল হয়ে যায় আবার কেউ কেউ অন্ধকারেই থেকে যান।