আজ, বুধবার, মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে ব্যাঙ্গালোরের কাছে ব্যাটিং পাওয়ার তো অন্যদিকে কলকাতার কাছে বোলিং পাওয়ার। দুইয়ে মিলে আজকের ম্যাচ জমজমাট হবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজেদের বোলিং নিয়ে রয়েছেন চিন্তা মুক্ত। কিন্তু অন্যদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের বোলিং ব্যর্থতা ফাফ ডু প্লেসিসের কাছে চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাটিং নিয়ে নিশ্চিন্ত রয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
গতকাল সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ৬১ রানে হায়দ্রাবাদকে পরাজিত করে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে রজস্থান। এদিকে বিগত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখলেও এক ওভার বাকি থাকতেই সেই রান তুলে নেয় পাঞ্জাব কিংস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছে। দেখে নিন, চিরপ্রতিদ্বন্দ্বী ২ শক্তিশালী দলের প্রথম একাদশ কেমন হতে পারে-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, হর্ষাল প্যাটেল, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।