Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

KL Rahul-Athiya Shetty: জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি, অনুষ্ঠান হবে খান্দালা ম্যানশনে

Updated :  Friday, November 25, 2022 8:45 AM

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অধিক চর্চিত তারকা জুটি। ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল এবং বলিউড সুপারস্টার সুনীল শেট্টি কন্যা আথিয়া এবার বিয়ে করতে চলেছেন। এই তারকা জুটির সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই ইন্টারনেট দুনিয়াতে বিভিন্ন রঙিন খবর ছড়িয়েছে এতদিনে। তবে এবার সেই সম্পর্কের স্বীকৃতি দিতে চলেছেন কে এল রাহুল। জানা গিয়েছে, রাহুল ও আথিয়ার বিয়ের প্রস্তুতি পুরোদমে চালু হয়ে গিয়েছে। কবে বিয়ে বা কোথায় বিয়ে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, এই তারকা জুটি তাদের সম্পর্কের পরিণতির জন্য বেছে নিয়েছে খান্ডালা প্রাসাদ। সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাসে কে এল রাহুল ও আথিয়া বিয়ে করবেন। নির্দিষ্ট তারিখ গোপন করা হলেও ২০২৩ সালের জানুয়ারি মাসে এই তারকা জুটি বিয়ে করবেন এটা স্থির হয়ে গেছে। ইতিমধ্যেই তারা খান্দালা বাংলো পরিদর্শন করতে গিয়েছিলেন। এছাড়া জানা গিয়েছে এই বিয়েতে নির্দিষ্ট ড্রেস কোড থাকবে সকল অতিথিদের জন্য।

রাহুল ও আথিয়া বিয়েতে ডিজাইনার পোশাক পরতে পারেন। ইতিমধ্যেই আথিয়া জানিয়েছেন যে তার বিশেষ দিনের পোশাক তৈরি হবে জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার কাছে। রাহুল এবার ডিজাইনার পোশাক পরবেন নাকি সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের বিয়ে হবে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় স্টাইলে। পাঁচতারা হোটেলের জাঁকজমক ছেড়ে এই তারকা জুটি ঘরোয়া পরিবেশে খান্দালা বাংলোকেই বেছে নিয়েছে তাদের বিয়ের জন্য। অবশেষে তিন বছরের ডেটের পর তাদের সম্পর্কের পরিণতির খবর পেয়ে যথেষ্ট উৎসাহী হয়ে উঠেছেন ফ্যানেরাও।