Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চকলেটের ভালো গুন সম্পর্কে জানুন যা স্বাস্থ্যের পক্ষে উপকারী!

Updated :  Friday, October 4, 2019 7:57 PM

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : চকলেট খুবই সুস্বাদু একটি খাবার। ছোট থেকে বড় প্রত্যেকেই চকলেট খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে ছোটরা এই খাবারের প্রতি আকৃষ্ট বেশি হয়। তবে অনেকের ধারণা চকলেট বেশি খেলে ওজন বাড়ে ও দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই ধারণা একদম ভুল না হলেও, একদম ঠিক হিসেবেও বিবেচিত নয়। চকলেটের মধ্যে অনেক ভালো গুনও রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী।

সাধারণ বাজারচলতি চকলেট এর তুলনায় ডায়েট চকলেটে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারি গুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট চকলেট তৈরি হয় কোন গাছের বীজ থেকে। অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও ডায়েট চকলেটে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন ও আঁশ। এই সকল উপাদান হৃদপিন্ডের সুস্থতায় বিশেষভাবে কার্যকরী। চকলেট শরীরের বাজে কোলেস্টেরল দূর করে বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তবে ডায়েট চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। তাই ডায়েট চকলেট খেলেও সেটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খেতে হবে। প্রতি ১০০ গ্রাম ডায়েট চকলেটে ৫০০ ক্যালোরি পাওয়া যায়। ছোটদের ক্ষেত্রে প্রতিদিন ছোট ছোট আকারের ২০ থেকে ২৫ গ্রামের মধ্যে ডায়েট চকলেট খাওয়া উপকারী। এর বেশি এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বড়দের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর। যারা ওজন কমাতে চান তাঁরা প্রতিদিন রাতে খাবারের পরে ডেজার্ট হিসেবে ডায়েট চকলেট খেতে পারেন এবং তার পরিমান হতে হবে ১০ থেকে ১৫ গ্রামের মধ্যে।