জেন্টালম্যানের খেলা ক্রিকেটেও যে ভরপুর উত্তেজনার সৃষ্টি হয় তা দেখা গেল লিজেন্ডস লিগে। ২২ গজের মহারণে ছড়ালো উষ্ণতা। লিজেন্ডস লিগ ২০২২-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে, ইন্ডিয়া ক্যাপিটালস ২৩৭ রানের বিশাল লক্ষ্য অর্জন করে ভিলওয়ারা কিংসকে পরাজিত করে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ঘটেছে ক্রিকেটের ইতিহাসে অন্যতম লজ্জাজনক ঘটনা। ভিলওয়ারা কিংস যখন ব্যাট করছিল তখন মাঠের মধ্যে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার সাক্ষী থেকেছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
এই ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ম্যাচের ১৯তম ওভারে বোলিং করতে এসে প্রথমে ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠানকে রাগান্বিত করেন। এরপরে মিচেল জনসন ইউসুফ পাঠানের সাথে তালগোল পাকিয়ে ফেলেন। পরবর্তীতে বিষয়টি সীমা ছাড়িয়ে যায় এবং হাতাহাতিও হয়। যা ক্রিকেটের সংজ্ঞাকে কলুষিত করেছে।
আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে মিচেল জনসন নিজের ব্যক্তিগত শেষ ওভারে বোলিং করতে এসে পাঠান ভ্রাতৃদ্বয়ের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অকারণে মিচেল জনসন ইউসুফ পাঠানকে অপ্রীতিকর কথা বলে বিড়ম্বনায় ফেলতে থাকেন। তখন অপর প্রান্তে ব্যাটিং করছিলেন ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান। দেখতে না দেখতে মিচেল জনসন সীমা অতিক্রম করে ফেলেন। বিষয়টি ইউসুফ পাঠান সহ্য করতে না পেরে মিচেল জনসনের দেখে এগিয়ে যান, একপর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই কিংবদন্তি ক্রিকেটের মধ্যে।
#ICYMI: Things got really heated in @llct20 between Yusuf Pathan and Mitchell Johnson. 🔥 pic.twitter.com/4EnwxlOg5P
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) October 2, 2022
ক্ষুব্ধ ইউসুফ পাঠান অতিরিক্ত উত্তপ্ত হয়ে মিচেল জনসনকে পেছনের দিকে ধাক্কা দেন। এরপর মিচেল জনসনও চুপ থাকেননি, তিনিও ইউসুফ পাঠানকে ধাক্কা দেন। তৎক্ষণাৎ ম্যাচ আম্পায়াররা ছুটে এসে ঘটনাটি বন্ধ করেন এবং দুই ক্রিকেটারকে নিজেদের জায়গায় ফিরে যেতে বলেন। ম্যাচের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসনকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।