টেক বার্তা

এক মাসের মাইনে দিয়ে কিনে নিন স্বপ্নের প্রিমিয়াম ল্যাপটপ, অফার সীমিত সময়ের জন্য

Advertisement

আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হন অথবা কোনও কর্পোরেট কোম্পানীতে কাজ করেন তাহলে হয়তো ল্যাপটপের প্রয়োজন পড়তে পারে। বাজারে এখন বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ পাওয়া যায়। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী ল্যাপটপ কিনে নিতে পারবেন। দরকার অনুযায়ী কনফিগারেশন বুঝে কেনা ভালো। হালকা কোনো কাজ হলে খুব দামি ল্যাপটপ কেনার পরিবর্তে কম খরচ করে জিনিস কেনা ভালো। কম দামের মধ্যে ভালো ল্যাপটপের সন্ধান দিতে এই প্রতিবেদন।

৪০ হাজার টাকার ল্যাপটপে ৫০ শতাংশ ডিসকাউন্ট নিয়ে মাত্র ২০ হাজার টাকায় আপনার সেরা ল্যাপটপ কিনে নেওয়ার সুবর্ণ সুযোগ এখন আপনার সামনে রয়েছে। অ্যামাজন তার লেনোভো থিঙ্কপ্যাড ৬ষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৫ থিন অ্যান্ড লাইট এইচডি ল্যাপটপ- এর ওপর ব্যাপক ছাড় দিচ্ছে। এই অফারের সুবিধা নিতে পারলে আপনি লাভবান হবেন। লেনোভো কোম্পানির এই ল্যাপটপে রয়েছে প্রচুর ফিচার। যার মধ্যে অন্যতম – ৮ জিবি RAM +২৫৬ জিবি এসএসডি, ১৪ ইঞ্চি (৩৫.6cm) স্ক্রিন, উইন্ডোজ ১১, এমএস অফিস, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, ওয়েবক্যাম, ইন্টেল এইচডি গ্রাফিক্স এবং আরো অনেক কিছু।

Lenovo ThinkPad

অন্যান্য সময়ে বাজারে এই ল্যাপটপের আসল দাম ৪০ হাজার টাকা। সেখানে মাত্র ২০ হাজার টাকায় নিজের নামে করে নিতে পারবেন আপনি। আপনার বাজেটে প্রিমিয়াম ল্যাপটপ পাওয়ার স্বপ্ন এখন সত্যি হতে পারে খুব সহজে। অ্যামাজন লেনোভো থিঙ্কপ্যাড সিক্সথ জেনারেশন ইন্টেল কোর আই ৫ থিন এবং লাইট এইচডি ল্যাপটপের একটি পুনর্নবীকরণ সংস্করণ সরবরাহ করে। যা পেশাদার চাকরীজীবি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযুক্ত। জিএসটি ছাড়া দাম প্রায় ১৬ হাজার ৯৪৮ টাকা। জিএসটি অন্তর্ভুক্ত নিয়ে দাম পড়বে ১৯ হাজার ৯৯৯ টাকা। অফারের সুবিধা নিয়ে গ্রাহকরা ২০ হাজার টাকা সঞ্চয় করতে পারেন। বিভিন্ন ইএমআই অপশন এবং ব্যাংক অফারও পাওয়া যাবে।

Related Articles

Back to top button