Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরোতেই ক্যামেরায় ধরা দিলেন মালাইকা, চলন-বলন দেখেই মুগ্ধ ভক্তমহল

Updated :  Sunday, September 4, 2022 10:27 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

Malaika Arora: শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরোতেই ক্যামেরায় ধরা দিলেন মালাইকা, চলন-বলন দেখেই মুগ্ধ ভক্তমহল

সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ মালাইকা। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। ৪৮ বছর বয়সেও তিনি রীতিমতো টেক্কা দেন বর্তমানের তরুণ অভিনেত্রীদের। তিনি যথেষ্ট স্টাইলিশ একজন অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন, কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।

Malaika Arora: শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরোতেই ক্যামেরায় ধরা দিলেন মালাইকা, চলন-বলন দেখেই মুগ্ধ ভক্তমহল

বেশিরভাগ সময়ই পোশাক জনিত কারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তিনি। পাপারাজিৎদের নজরের বাইরে তিনি নন। তিনি নিজের পোষ্যকে নিয়ে বাড়ি থেকে বেরোলেও সেটা ভাইরাল হয়ে যায়। শরীরচর্চা নিয়ে ভীষণভাবে সচেতন মালাইকা আরোরা, তা অজানা নয় কারোরই। সম্প্রতি শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরিয়েই পাপারাজিৎদের ক্যামেরায় একটু অন্যভাবেই ধরা দিয়েছেন তিনি, যা রীতিমতো নজর টেনেছে নেটনাগরিকদের।

Malaika Arora: শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরোতেই ক্যামেরায় ধরা দিলেন মালাইকা, চলন-বলন দেখেই মুগ্ধ ভক্তমহল

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে জিমের পোশাকেই দেখা মিলেছে তার। কালো স্পোর্টস ব্রা ও সর্টসে দেখা দিয়েছেন অভিনেত্রী। এই পোশাকেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছিলেন তিনি। আপাতত তার কোমর দোলানোর ভাবভঙ্গি দেখেই মুগ্ধ তার অনুরাগীমহল। অভিনেত্রী যে যেকোন পোশাকেই ভীষণভাবে সাবলীল ও স্মার্ট, তা মানেন সকলেই। আবারো শরীরচর্চার পোশাকেই নিজের দিকে মিডিয়ার নজর আকর্ষণ করে সেকথাই প্রমাণ করে দিলেন তিনি। সম্প্রতি এই পোশাকেই তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে এই সোশ্যাল মিডিয়ার পাতায়, আর তার সূত্র ধরেই চর্চার আলোয় মালাইকা আরোরা।

Malaika Arora: শরীরচর্চার জন্য বাড়ি থেকে বেরোতেই ক্যামেরায় ধরা দিলেন মালাইকা, চলন-বলন দেখেই মুগ্ধ ভক্তমহল