আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে জনগণের নজর কাড়তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাংলার শাসক দল কোনভাবেই তাদের বাংলার শাসনভার ক্ষমতা হারাতে চায় না। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকের বৈঠকে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।
এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর শোনালেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা। ভোট বছরে সরকারি কর্মচারীরা কিছু হলেও আর্থিক সুবিধা পাবে বলে কয়েকদিন আগে থাকতেই জল্পনা চলছিল। তবে অবশেষে তা সত্যি করে দেখালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তার সমাধান হলো আজ।
আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানান, “আমি খুশি হলেও আপনারা বুঝতে পারবেন। আবার আমি বিরক্ত হলেও আপনারা বুঝতে পারবেন। রাজনীতি করতে আমি কোন ছলনার আশ্রয় নিই না। আপনারা আমাকে মহার্ঘ ভাতা বাকি আছে বলে যে চিঠি দিয়েছিলেন তাতে আমার হৃদয় স্পর্শ করে গেছে। আমার কাছে এখন একদমই টাকা নেই। কেন্দ্রের থেকে আমি এখনো ৮৫ হাজার কোটি টাকা পাই। কিন্তু আমি আমার সরকারি কর্মচারীদের নিরাশ করতে পারিনা। তাই যা আছে তাই দিয়ে আপনাদের আগামী জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে, “এই মুহূর্তে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ আছেন। তাই তার সাথে এখনো সমস্ত কথা বলে নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তার সাথে কথা বলে নেওয়া হবে। যেমন প্রতিবছরই জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের আমরা ডিএ দি, এবছর তার ব্যতিক্রম হবে না। আগামী জানুয়ারি মাসে প্রত্যেক সরকারি কর্মচারী ৩ শতাংশ ডিএ পাবেন।”