একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দল বিভিন্নভাবে সাধারণ মানুষের মন পেতে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে নির্বাচনের প্রাক্কালে হিট হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যবাসীর প্রতি কল্পতরু হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন ধরে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সাধারণ মানুষের কাজের সুবিধা করে দিয়েছিল সরকার। তারপর আবার রাজ্য বাজেটে মমতার আরেক কল্পতরু রূপ দেখে বাংলার মানুষ। তবে আজ নবান্ন সূত্রে জানা গিয়েছে যে দোয়াটি সরকার কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই মমতার সরকার ১.৭৭ কোটি মানুষকে তাদের প্রয়োজনীয় পরিষেবা দিয়েছে।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একাধিক প্রকল্প উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেছেন যে দুয়ারে সরকার প্রকল্প ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রাম। এই কাজটা একটা বড় কাজ। যারাই আবেদন করেছে তারাই সুবিধা পাবে। এদিন মুখ্যমন্ত্রী আসলে নবান্ন থেকে মা প্রকল্পের সূচনা করতে গিয়েছিলে। এই মা প্রকল্পের অধীনে আছে মা কিচেন। এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরে একাধিক জায়গায় মাত্র ৫ টাকার বিনিময় পেট ভরে ডিম ভাত থালি দেওয়ার ঘোষণা করেছেন। আজ মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন।
নবান্ন সূত্রে পরিসংখ্যান এর মাধ্যমে জানা গেছে যে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেয়ার জন্য গত বছরের পয়লা ডিসেম্বর থেকে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রকল্প শুরু করেছিল তাতে মোট ৫ পর্যায়ে ৩২৮৩০ টি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবির এই হয়েছে সাধারণ মানুষের জন্য কাজ। সেখানে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, যুবশ্রী ও কন্যাশ্রী সমস্ত প্রকল্প পেজে সাধারণ মানুষ।