“দিল্লির গুন্ডাদের হাতে বাংলা যাবে না”, নাম না করে মোদি শাহকে বিঁধলেন মমতা
তৃণমূল প্রার্থী তপনের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর দিনাজপুরে জনসভায় গিয়েছিলেন
একুশে বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে বাংলায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার চলছে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের কাজ। আজ মোট ৪ টি জেলার ৪৩ টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হচ্ছে। বাকি রইল আর দুই দফা নির্বাচন। সপ্তম দফা নির্বাচন রয়েছে আগামী ২৭ এপ্রিল ও অষ্টম দফা নির্বাচনে রয়েছে আগামী ২৯ এপ্রিল। বাকি দুই দফা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারের জন্য ময়দানে নেমে পড়েছে। আজ উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থী তপনের সমর্থনে জনসভায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।
তৃণমূল সুপ্রিমো আজ উত্তর দিনাজপুর থেকে নাম না করে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন, “দিল্লির দুই গুন্ডার হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলাকে ছেড়ে দেব না আমি। আমরা সবার জন্য বাংলাতে থেকে কাজ করব।” সেই সাথে তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দীপ্ত করার জন্য হুংকার দিয়ে বলেছেন, “খেলা হবে তো? আমি বল নাচাতে পারি, ক্রিকেট খেলতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি। আমি ক্রিকেটে লোকসভা রাজ্যসভা বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ খেলার দরকার নেই। সব খেলায় উৎসাহ থাকলেই হয়ে যায়।”
এছাড়াও তিনি এদিন বলেছেন, “দক্ষিণ দিনাজপুর থেকে নিশ্চিহ্ন করে দিন বিজেপিকে। আগামী দিনে ভালো এবং শান্তিতে থাকতে হলে এবং নিজের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে হলে সব ধর্ম মিলে একসাথে তৃণমূলকে ভোট দিন। বাংলা যেন বাংলাতেই থাকে। গুজরাট যেন বাংলা দখল না করতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, এছাড়া আজ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারকে আলাদা দামে ভ্যাকসিন দেওয়া নিয়ে সরব হয়েছিলেন।