Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ববি হাকিমের স্কুটারে চড়ে নবান্নযাত্রা মমতার, অভিনব কায়দায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ

Updated :  Thursday, February 25, 2021 2:51 PM

প্রতিনিয়ত মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের দাম। তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব উপায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করলেন। মুখ্যমন্ত্রী ব্যাটারি চালিত স্কুটিতে চড়ে হাজরা মোড় থেকে নবান্ন মুখে যাত্রা করলেন। যদিও তার এই অভিনব আন্দোলনে দেখা যায়নি কোনো দলীয় পতাকা। তিনি এর মাধ্যমে বোঝাতে চাইলেন যে তিনি কোন রাজনৈতিক দল বা তৃণমূল সুপ্রিমো হিসেবে এই প্রতিবাদ করছেন এমন নয়। তিনি এই প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। জানা গিয়েছে প্রায় ১৪ বছর পর তিনি স্কুটারে চলেছেন।

এখন পেট্রোল ও ডিজেলের মূল্য দেশজুড়ে সেঞ্চুরি ছুঁতে চলেছে। সেই সাথে গতকাল মধ্যরাতে ফের এক মাসের মধ্যে তৃতীয় বারের জন্য বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। এক মাসের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা। এখন গ্যাস কিনতে কলকাতায় খরচ হবে ৮২০ টাকা। পাল্লা দিয়ে বাড়ছে দুধের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সবাই দোহাই দিচ্ছে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় তাদের খরচ বেড়ে গেছে। আর এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে বারংবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণভাবে অভিনব কায়দায় প্রতিবাদ করে সকলের নজর কেড়েছে।

কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুটারে চড়ে রাস্তায় গেলে তার নিরাপত্তা অসুবিধা থাকতে পারে ভেবে এই কর্মসূচিকে অনেকদিন আগে থাকতেই গোপন রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সে ববি হাকিম বা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে চড়ে, মাথায় নীল হেলমেট পড়ে হাজরা মোড় থেকে নবান্ন অব্দি যাত্রা করেছেন। এখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হচ্ছে। গত শনিবার ও রবিবার বেহালা ও যদুবাবুর বাজার অঞ্চল ও উত্তর কলকাতায় মিছিল করেছিল তৃণমূল।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জায়গায় এখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। বাংলাতে পেট্রোলের দাম ৯২ টাকা প্রতি লিটার। এই অবস্থায় রাজ্য পেট্রোপণ্যের দাম কমানোর জন্য উদ্যোগী হয়েছে। তাই গত রবিবার একটি সাংবাদিক বৈঠক এ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ টাকা সেস কমানো হচ্ছে যাতে পেট্রোপণ্যের দাম কমে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর অভিনব কায়দায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ তুরুপের তাস হিসাবে কাজ করতে পারে বলে মনে করছেন বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা।