ভারতের বাজারে আসছে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, দেখে নিন গুরুত্বপূর্ণ ফিচার
এই গাড়িটি ভারতের বাজারে বেশ কয়েকটি কোম্পানির সাথে প্রতিযোগিতা করবে
খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি eVX। এই গাড়িতে maruti suzuki এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করতে চলেছে যা আপনারা অন্যান্য গাড়িতে পাবেন না। এই বৈদ্যুতিক চার চাকার গাড়িতে আপনারা ভালো ব্যাটারি রেঞ্জ পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন দুর্দান্ত ডিজাইন। তার সাথেই এই গাড়িটি এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে যা কিন্তু আপনারা অন্যান্য বৈদ্যুতিক গাড়িতে দেখতে পান না। সব থেকে বড় কথা হলো এই কোম্পানিটি তার দাম এমন রাখতে চলেছে, যা বাজারে অন্যান্য বৈদ্যুতিক গাড়ির তুলনায় অনেকটাই কম। ফলে ভারতের গাড়ির বাজারে কার্যত জাঁকিয়ে বসবে মারুতি কোম্পানির এই নতুন ইলেকট্রিক গাড়ি ।
আপনাদের জানিয়ে রাখি এই নতুন ইলেকট্রিক গাড়িতে আপনারা পেয়ে যাবেন ADAS সিস্টেম যার ফলে যে কোন পরিস্থিতিতে গাড়ির ড্রাইভাররা গাড়ি থামাতে পারবেন। মার্সিডিজ থেকে এই ফিচারটি ভারতের গাড়িতে যুক্ত হওয়া শুরু হয়েছে। এর আগেও টয়োটা কোম্পানিটি একটি ইলেকট্রিক গাড়িতে এই ফিচারটি যুক্ত করার কথা জানিয়েছিল। তবে তার আগেও maruti suzuki নিজেদের গাড়িতে এই ফিচারটি যুক্ত করতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন বেশ গ্রিল এবং তার সাথেই নেক্সন এর অত্যাধুনিক রাডার সিস্টেম। এই রাডারের কারণেই ADAS ফিচারটি ভালোভাবে কাজ করতে পারবে।
এই গাড়ির সামনের গ্রিলে একটি বড় মারুতি সুজুকির লোগো থাকবে। এই গাড়ির সামনের দিকের দরজায় থাকবে অত্যাধুনিক ডিজাইন এবং তার সাথেই থাকবে অত্যন্ত সুন্দর টেল লাইট স্ট্রিপ। এই গাড়িতে একটি ব্যাটারী প্যাক দেওয়া হবে ৪৫ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার। বড় ভেরিয়েন্ট এর ক্ষেত্রে এর ক্ষমতা হবে ৬০ কিলোওয়াট ঘন্টা। এই গাড়ির ব্যাটারি একবার চার্জ দিলে ৫৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। লুক এবং ডিজাইনের দিক থেকে অনেকটা MG মোটরসের ইলেকট্রিক গাড়ির মতো হবে এই নতুন গাড়িটি।