Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিধানসভা নির্বাচনের আগেই ডিজিটাল হতে পারে ভোটার কার্ড, অপেক্ষা নির্বাচন কমিশনের সবুজ সংকেতের

Updated :  Saturday, December 12, 2020 6:24 PM

নয়াদিল্লি: আধার কার্ডের মত ভোটার কার্ডকেও ডিজিটাল করার পরিকল্পনা আগেই করেছিল নির্বাচন কমিশন। আর এবার সেই পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়িত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোটার কার্ড ডিজিটাল করার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নওয়া হয়নি।

ভোটার কার্ড ডিজিটাল হওয়ার ক্ষেত্রে ভোটাররা নিজেরাই নিজেদের ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এক্ষেত্রে যারা নতুন ভোটার, তারা প্রথম থেকেই এই ডিজিটাল কার্ডের সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু যারা পুরনো ভোটার, তাদেরকে ভোটার হেল্পলাইন ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পেরিয়ে নিজের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে। তবে ডিজিটাল ভোটার কার্ড চালু হলেই পুরনো এপিক পদ্ধতির কার্ড বাতিল হবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দুটি পদ্ধতি চালু থাকতে পারে।

ভোটাররা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভোটার কার্ডের আবেদন মঞ্জুর করে দিলেই তারা তাদের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এপিক ফরম্যাটের ক্ষেত্রে দুটি কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। একটি কিউআর কোডে থাকবে ভোটারের নাম এবং অন্য তথ্য। অপরটিতে থাকবে বেশ কিছু নির্দিষ্ট তথ্য। সমস্তকিছুই ডিজিটাল কার্ডে পাওয়া যাবে। তবে এই ডিজিটাল কার্ডের ক্ষেত্রে দিনক্ষণ স্থির না হলেও বিধানসভা নির্বাচনের আগে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে। এখন শুধুই অপেক্ষা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবুজ সংকেতের।