আর্জেন্টিনা: গত কোপা আমেরিকা ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনালে রেফারি ও কনমেবলের সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। তার জন্য মেসিকে শাস্তিও পেতে হয়েছিল। সপ্তাহ দুয়েক ধরে বার্সেলোনার সঙ্গে নানান টানাপোড়েনের পর তিনি আবার প্র্যাকটিসে ফেরেন এবং তার মধ্যেই সেই শাস্তি উঠে যাওয়ার স্বস্তি দিল মেসিকে।
আগামী মাসে আন্তর্জাতিক বিশ্বকাপ অর্জনকারী ম্যাচের মূলপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। আসলে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল মেসির ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। গত কোপা আমেরিকা ম্যাচে তৃতীয় স্থান অধিকার করেও নির্বাসিত হওয়ার জন্য মেডেল নিতে যাননি মেসি। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে কনমেবল। মেসির নির্বাসন শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে বলে জানিয়ে দেয় কনমেবল।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল এলএম টেনের। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লদিও তপিয়া মেসির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপিল করেন। তিনি যুক্তি দেখিয়ে বলেন করোনা পরিস্থিতির জন্য নির্বাসনের সময় সীমা পেরিয়ে গিয়েছে। আর তার যুক্তিকে গ্রহণযোগ্যতা দিয়েছে কনমেবল। ফলে শাস্তি খাড়া মাথা থেকে উঠে যাওয়ায় স্বস্তি পেলেন মেসি।