টিভির পর্দায় মার্জিত ববিতা জি, কিন্তু বাস্তব জীবনে তিনি একেবারে ভিন্ন অবতারে। জনপ্রিয় অভিনেত্রী মুনমুন দত্ত এবার সাহসী বিকিনি লুক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তাঁর প্রতিটি ছবিতে ভক্তদের চোখ আটকে গেছে, আর কমেন্ট সেকশন ভরে উঠেছে প্রশংসায়।
টিভির চরিত্র থেকে বাস্তব জীবনের রূপান্তর
হিট কমেডি শো “তারক মেহতা কা উল্টা চশমা”-তে ববিতা জি চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়েছেন মুনমুন। পর্দায় তাঁকে সাধারণত স্টাইলিশ ও মার্জিত পোশাকে দেখা যায়। জেঠালালের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন আজও দর্শকদের প্রিয়। তবে পর্দার বাইরে তিনি একেবারে ভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছেন। সাহসী বিকিনি অবতারে মুনমুন যেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন ভক্তদের সামনে।
সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন অভিনেত্রী
মুনমুন দত্ত বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিজের ভ্রমণ, ফ্যাশন এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি প্রকাশিত বিকিনি লুক তাঁর ফলোয়ারদের মনে ঝড় তুলেছে। ছবিতে তাঁর আত্মবিশ্বাস এবং গ্ল্যামার এমনভাবে ধরা পড়েছে যে অনেকেই মন্তব্য করেছেন—”একেবারে ডিনামাইট”!
ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য
টিভির পর্দায় বিবাহিত নারীর চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনে মুনমুন এখনও অবিবাহিত। নানা সময় ডেটিংয়ের গুজব ছড়ালেও তিনি নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। তবে পেশাদার এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তিনি কখনও কমতি রাখেননি। প্রতিটি পোস্টে মেলে তাঁর ব্যক্তিত্বের নতুন ঝলক।
ভক্তদের প্রতিক্রিয়া
ভক্তদের মতে, সমুদ্র সৈকতের নীল আকাশের নিচে বা শহরের ফ্যাশনেবল লোকেশনে, মুনমুন দত্ত প্রতিটি লুকেই অনন্য। অনেকেই লিখেছেন—“ববিতা জি-কে এমনভাবে আগে কখনও দেখিনি।” কারও মতে, “এই গ্ল্যামারই প্রমাণ করে কেন তিনি সোশ্যাল মিডিয়ার আসল কুইন।”
টিভি থেকে সোশ্যাল মিডিয়া কুইন
দেশের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও রাজত্ব করছেন মুনমুন। তাঁর প্রতিটি পোস্ট কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়। শুধু অভিনয়ের গুণেই নয়, নিজের ফ্যাশন সেন্স ও সাহসী লুক দিয়েও তিনি প্রমাণ করে চলেছেন যে দর্শকদের হৃদয়ে রাজত্ব করতে তিনি দক্ষ।
View this post on Instagram














