7th Pay Commission: লোকসভা ভোটের পরেই মুখে চওড়া হাসি সরকারি কর্মীদের, ১৭% বেতন বৃদ্ধি ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন (অষ্টম বেতন কমিশন) গঠনের অনুমোদন দেওয়া হতে পারে। সম্প্রতি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৪…

Avatar

কেন্দ্রীয় কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন (অষ্টম বেতন কমিশন) গঠনের অনুমোদন দেওয়া হতে পারে। সম্প্রতি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এখন কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে।

কিন্তু নতুন বেতন কমিশন গঠন নিয়ে এখনও কোনও আলোচনা করেনি সরকার। তবে আশা করা যায়, এ বছর সরকার তাদের দারুণ উপহার দিতে পারবে। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। শীঘ্রই তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করা হবে এবং বেতন সংশোধনও করা হবে। সূত্রের খবর, কর্মচারী ইউনিয়ন ও ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ফাইল তৈরি করা হচ্ছে। তবে কতদিন তা কার্যকর থাকবে তার কোনো সময়সীমা নেই। একই সঙ্গে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। এমনটা হলে কর্মীদের জন্য সত্যিই সুখবর আসবে।

মহার্ঘ ভাতায় টানা ৪ শতাংশ বৃদ্ধির পর এবার বেতন সংশোধনের পালা। বলা হচ্ছে, লোকসভা ভোটের পর পরবর্তী বেতন কমিশন গঠন নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে। এতদিন আলোচনা ছিল অষ্টম বেতন কমিশন আসবে না। কিন্তু এখন মনে করা হচ্ছে, সপ্তম বেতন কমিশনের পর এবার পরবর্তী বেতন কমিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, কর্মীদের ক্রমাগত দাবির পর সরকার পরবর্তী বেতন কমিশনের কথা ভাবতে পারে। সূত্রের খবর, ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। একই সঙ্গে দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা যাবে।

7th Pay Commission: লোকসভা ভোটের পরেই মুখে চওড়া হাসি সরকারি কর্মীদের, ১৭% বেতন বৃদ্ধি ঘোষণা কেন্দ্রের

বিশেষজ্ঞদের মতে, এমনটা হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে ব্যাপক উল্লম্ফন ঘটবে। সপ্তম বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনে অনেক পরিবর্তন সম্ভব। ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কেও কিছু পরিবর্তন হতে পারে। বর্তমানে সরকার ১০ বছরে একবার বেতন কমিশন গঠন করে।

সপ্তম বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের লটারি অনুষ্ঠিত হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে কর্মীদের বেতনে সবচেয়ে বড় লাফ আশা করা হচ্ছে। কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে দাঁড়াবে ৩.৬৮ গুণ। এছাড়াও, ফর্মুলা যাই হোক না কেন, কর্মচারীদের মূল বেতন ৪৪.৪৪% বৃদ্ধি পেতে পারে।