জীবনযাপনসৌন্দর্য

Night Skin Care: ঘুমানোর আগে এই 4টি কাজ করুন, শুষ্ক ত্বক থেকে মুক্তি পাবেন, আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠবে

Advertisement

শীতকালে ঠান্ডার কারণে বেশিরভাগ মানুষই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগতে থাকেন। শীতের দিনে এই সমস্যা থেকে চট করে মুক্তি পাওয়া যায় না বললেই চলে। শীতে নিজের ত্বককে সুস্থ ও মোলায়েম রাখতে নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন সকলেই। তবে এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে শীতকালে রাতে শুতে যাওয়ার আগে যদি চারটি কথা মাথায় রাখা যায়, তাহলেই মিলবে সমাধান।

সমাধান:

১) প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। কারণ সারাদিন ধরে মুখে অনেক ধরনের ধুলোবালি, ময়লা জমে যা রাতে পরিষ্কার করে শোয়াই বাঞ্ছনীয়।

অন্যদিকে দুধ দিয়ে যদি ত্বক পরিষ্কার করা যায় তাহলে, তা ভীষণভাবে উপকারী শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে। কারণ দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা শুষ্ক ত্বকের পক্ষে বেশ কার্যকরী।

২) ঠান্ডায় শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ত্বককে এক্সফোলিয়েট করা খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে ত্বকের স্ক্রাবিংয়ের জন্য ওটস্ ও কফি অন্যতম বিকল্প। অবশ্য ওটস্ ও কফির সাথে দুধ কিংবা নারকেল তেল মিশিয়ে নেওয়া যেতে পারে। ত্বকের খেয়াল রাখতে সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্রাবিং করা বাঞ্ছনীয়। তবে স্ক্রাবিংয়ের জন্য ত্বকের উপযুক্ত স্ক্রাবার অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শও নেওয়া যেতে পারে।

৩) এক্সফোলিয়েট করার পর ত্বকের ম্যাসাজ প্রয়োজন হয়। এই ম্যাসাজের ফলে ত্বক ভালোভাবে কন্ডিশনিং হয়। এক্ষেত্রে ম্যাসাজের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। ম্যাসাজের শেষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

৪) উপরের তিনটি কাজ সম্পূর্ণ হওয়ার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের উপযুক্ত ক্রিম মেখে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আল্ট্রা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করাই বাঞ্ছনীয়। কারণ এটি শুষ্ক ত্বককে কোমল ও মোলায়েম রাখে।

শীতের দিনে শুধুমাত্র নিজের মুখের খেয়াল রাখলেই চলে না। হাত ও পায়ের ত্বকেরও খেয়াল রাখা প্রয়োজন। মুখের পাশাপাশি রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে উপযুক্ত বডি ক্রিম কিংবা নারকেল তেল মাখা উচিৎ। কারণ ক্রিমের পাশাপাশি নারকেল তেলও ত্বকের শুষ্কতা কমিয়ে তাকে কোমল ও মোলায়েম রাখতে সহায়তা করে।

Related Articles

Back to top button