Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আকর্ষণীয় দামে OPPO বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন, লুক ও ক্যামেরা দেখে চমকে যাবেন আপনিও

Updated :  Friday, January 6, 2023 10:48 AM

চাইনিজ স্মার্টফোন কোম্পানি OPPO সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে লেটেস্ট স্মার্টফোন যা সম্পূর্ণভাবে হতে চলেছে একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। আপনারা যারা গেজেট নিয়ে চর্চা রাখেন তারা সকলেই জানেন এই কোম্পানিটি প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসে তার ক্রেতাদের চমকে দেয়। এবারেও তার অন্যথা হলো না। একের পর এক নানা রকম দুর্দান্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসার পর এবারে বাজেটের মধ্যে এই কোম্পানিটি মার্কেটে নিয়ে এলো নতুন ফাইভজি স্মার্টফোন। সম্প্রতি এটিকে বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এই স্মার্টফোনটি পাওয়ার এবং দমদার ব্যাটারির জন্য সকলের কাছে বেশ পছন্দের স্মার্টফোন হয়ে উঠেছে। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো মাত্র কুড়ি হাজার টাকার মধ্যেই আপনি এই স্মার্ট ফোন পেয়ে যাবেন। Oppo দ্বারা লঞ্চ করা এই স্মার্টফোনটি এই মুহূর্তে ভারতের অন্যান্য প্রিমিয়াম স্মার্ট ফোনগুলিকে টক্কর দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে কি কি ফিচার পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনের স্পেসিফিকেশন কি?

আপনাদের জানিয়ে রাখি, আপাতত এই স্মার্টফোন ফ্লাইট ফ্রেম ডিজাইনের সাথে আসছে এবং এই স্মার্টফোনে অতিরিক্ত এরিয়ার প্যানেল ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু এই স্মার্টফোনকে একেবারে আকর্ষণীয় করে তুলেছে। প্রসেসর হিসেবে আপনি এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর এবং এই স্মার্ট ফোনটি android এর লেটেস্ট ভার্সন ১২ এর সাথে কালার ওএস ১২.১ নিয়ে আসবে। এত কম দামের মধ্যে এত সুন্দর প্রসেসর খুব কম স্মার্টফোনেই আপনারা দেখতে পান।

আপনাদের জানিয়ে রাখি, এই নতুন Oppo A58 5G স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৮ জিবি RAM এবং তার সাথেই থাকবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা এসডি কার্ড ব্যবহার করার অপশন পেয়ে যাবেন। আপনি এসডি কার্ড লাগিয়ে ১ টেরাবাইট পর্যন্ত এই স্মার্টফোনের স্টোরেজ বৃদ্ধি করতে পারেন। স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তাছাড়া সমস্ত কানেক্টিভিটি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই স্মার্টফোনে আপনারা দেখতে পাবেন।

তবে এই স্মার্টফোনের সবথেকে বড় ফিচারটি হল এর ক্যামেরা। এই স্মার্টফোনে ডবল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেখানে প্রাইমারি সেন্সরটি দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের। এই ক্যামেরার অ্যাপারচার F/1.8। এর সাথে একটি দুই মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্ট ফোনে আপনারা ৫০০০ এমএইচ পাওয়ার ফুল দমদার ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ৩০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং টেকনোলজি আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনে। তার পাশাপাশি যদি আপনি এই স্মার্ট ফোন কেনেন তাহলে আপনাকে হেডফোন একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৯,১৩২ টাকা। স্মার্ট ফোনটি আপনি ১০ নভেম্বর থেকে অনলাইনে কিনতে পারবেন।