অন্তঃসত্ত্বা মহিলারা নিতে পারবে করোনার টিকা? কী জানাল জাতীয় টিকাকরন উপদেষ্টা কমিটি
সদ্যোজাত সন্তানকে মাতৃদুগ্ধ পান করালেও প্রসূতি টিকা নিতে পারবে
গোটা দেশজুড়ে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুহার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের তৃতীয় পর্যায়ের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। এর মধ্যেই জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি পরামর্শ দিয়েছে যে এবার অন্তঃসত্ত্বা বা প্রসূতি হলেও ভ্যাকসিন নেওয়া যাবে। সদ্যোজাতকে স্তন্যদুগ্ধ খাওয়ালেও এই টিকা নেওয়া যেতে পারে। অনেকদিন ধরে এই বিষয়ে গোটা দেশজুড়ে সংশয় থাকলেও এবার সংশয় মিটিয়েছে উপদেষ্টা কমিটির সদস্যরা।
দেশের সমস্ত চিকিৎসক জাতীয় টিকা উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। বলেছেন, এতদিন ভারত সরকারের অনুমতি না দেওয়ায় আমরা অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দিতে পারিনি। তবে বিদেশে অনেক জায়গায় অন্তঃসত্ত্বা মহিলা বা সদ্যোজাত সন্তানের মা হওয়া মহিলাকে টিকা দেওয়া হয়। করোনার এমন ভয়াবহ প্রকোপের মাঝে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়া থাকলে কিছুটা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। এছাড়াও চিকিৎসকরা বলেছেন যে যারা সদ্য মা হয়েছে এবং সন্তানদের দুগ্ধ পান করায় তারাও এই টিকা নিতে পারবেন। ডেলিভারি হওয়ার পর টিকা নিতে কোন সমস্যা নেই।
এছাড়াও জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি আরো জানিয়েছে যে কোন ব্যক্তির করোনা হলে সে টিকা নেয়ার জন্য ৬ মাস অপেক্ষা করতে পারে। আসলে রোগ হলে তার অ্যান্টিবডি আমাদের শরীরে ৬ মাস অব্দি থাকে। সেক্ষেত্রে এই রোগে আক্রান্ত হলে তার পরবর্তী ৬ মাস তার টিকা নেয়ার কোনো দরকার পরবে না।