Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Barddhaman Junction: ৬৪ কোটি টাকা খরচে পাল্টে যাচ্ছে বর্ধমান স্টেশন, দেখুন কি কি পরিবর্তন হচ্ছে

Updated :  Sunday, August 27, 2023 4:43 PM

অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার বহু রেলস্টেশনের ভাগ্য একেবারে পরিবর্তিত হতে চলেছে বলে জানা যাচ্ছে। বর্ধমান জংশন স্টেশনও রয়েছে এই তালিকায়। এই প্রকল্পে নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং যাত্রীদের উন্নত অভিজ্ঞতা তুলে দিতে সচেষ্ট হয়েছে রেল কর্তৃপক্ষ। স্থানীয় অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। শনিবার ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে সংস্কারের পর বর্ধমান রেলওয়ে স্টেশনের খোলনোলচে একেবারে পাল্টে দেওয়া হবে। পুরো বদলে যাবে বর্ধমান স্টেশন। চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন হবে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে বর্ধমান স্টেশনে বিস্তীর্ণ ওয়েটিং এরিয়া, অত্যাধুনিক ডিজাইনের বিশাল বড় ওয়েটিং হল ও টিকিট কাউন্টার, ভালো মানের টেকসই আধুনিক আসবাবপত্র, লিফটের ব্যবস্থা এবং এস্কেলেটর থাকবে। এছাড়াও স্টেশনের জন্য ব্যয় করা হবে ৬৪.২ কোটি টাকা। সেই সঙ্গেই এই নতুন স্টেশনে থাকবে পরিবেশ বান্ধব বেশ কিছু বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে সোলার লাইট, বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম এবং প্রচুর গাছপালা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই নতুন করে আধুনিক প্রযুক্তিতে বেশ কিছু স্টেশনের ভবন তৈরি করা হয়েছে। এই তালিকায় নথিভুক্ত হয়েছে বর্ধমান স্টেশনের নাম।

স্টেশনের একটি প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাতায়াতের জন্য তৈরি হয়েছে আধুনিক ফুট ব্রিজ এবং যাত্রীদের সুবিধার জন্য থাকছে চলমান সিঁড়ি এবং লিফট। সমস্ত প্লাটফর্মে আধুনিক ডিসপ্লে থাকবে যেখানে সমস্ত ট্রেনের প্রতি মুহুর্তের গতিবিধি ফুটে উঠতে পারে। যাত্রীরা সহজেই বুঝতে পারবেন তাদের কত নম্বর প্লাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে বা কখন ট্রেন এসে পৌঁছবে। স্টেশনের প্লাটফর্ম হচ্ছে অনেক চওড়া। যাত্রীদের বসার জায়গার মানোন্নয়ন হচ্ছে, তৈরি হচ্ছে বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ একটি রাস্তা। এছাড়াও ইন্টারনেট পরিষেবার উন্নয়নের মত কাজগুলি হচ্ছে জোর কদমে। পুরুষ এবং মহিলা যাত্রীদের সুবিদের জন্য আধুনিক শৌচাগার তৈরি হচ্ছে। তার পাশাপাশি রেলের আধুনিক ফুড স্টল থাকতে চলেছে প্রতিটি প্লাটফর্মে। সব মিলিয়ে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম যে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।