নিউজপলিটিক্সরাজ্য

‘চলুন পাল্টাই’ নতুন পরিবর্তনের ডাক শোনা গেল প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে 

ডুমুরজলা মঞ্চ থেকে নতুন পরিবর্তনের সুর তুললেন রাজীব (Rajib Banerjee), গলা মেলালেন শুভেন্দু ও (Suvendu Adhikari) 

Advertisement

ডুমুরজলার মঞ্চ থেকে আরও একবার পরিবর্তনের ডাক দিতে দেখা গেল সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তার মুখে শোনা গেল ‘চলুন পাল্টাই’ শ্লোগান। একই সাথে নাম না করে নিজের আগের দলের বিরুদ্ধে বিদ্রোহী সুর তুললেন রাজীব।

বাংলার বেকারত্বের বিষয় থেকে শুরু করে সংখ্যালঘুদের প্রতি শাসক দলের বঞ্চনা সমস্ত বিষয় নিয়েই ঘাসফুল শিবিরকে এইদিন তুলোধোনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তার বক্তব্য,”বাংলার সংখ্যালঘুদের ভয় দেখানো হয় বিজেপির নামে৷ অন্যদিকে রাজ্যের সংখ্যালঘুদের জন্য শাসকদল কোনও কাজই করেনি। উন্নয়ন হয়নি তাদের”। একই সাথে সকলকে নিয়ে সোনার বাংলা প্রস্তুত করার ডাক ও শোনা গেল প্রাক্তন মন্ত্রীর মুখে। তার বক্তব্য,”২০১১ সালে রাজ্যে আসল পরিবর্তন হয়নি। এইবার হবে আসল পরিবর্তন।”

দিল্লি গিয়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব-সহ পাঁচ তৃণমূল নেতা। তারপরই থেকেই ডুমুরজলার হাইভোল্টেজ সভার দিকে নজর ছিল সকলের। সেই সভামঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বাম ও তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন রাজীব। তাঁর কথায়, “কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। গত ৩৪ বছর ধরে বাম সরকার কেন্দ্রের সঙ্গে সদ্ভাব বজায় রাখেনি। ক্ষমতায় আসার পর সেই ধারা বজায় রাখল তৃণমূলও।” তাই কেন্দ্র ও রাজ্যে একই সরকারকে ক্ষমতাসীন করার ডাক দিলেন রাজীব। তাঁর কথায়, “বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে।

পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী-দুয়ারে সরকার প্রকল্প নিয়েও বাক্যবাণ ছুড়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব (Rajib Banerjee) -শুভেন্দু। একসাথে তাদের অভিযোগ, গত ১০ বছরে রাজ্য সরকারের কোনও প্রকল্পের সুবিধা পায়নি সাধারন জনগণ । তাই এইবার ‘দুয়ারে সরকার’ প্রকল্প আনতে হচ্ছে। পাড়ায়-পাড়ায় সমস্যা ছিল এতদিন। সেই কারণে এখন সেই সমস্যা সমাধান করতে পাড়ায়-পাড়ায় সমাধান করতে হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডকে ‘ভোট কার্ড’ বলেও কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন সভার শুরুতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানান শুভেন্দু (Suvendu Adhikari) । তাঁর কথায়, “২০০৪ সালে একসাথে নির্বাচনে লড়াই শুরু করেছিলাম। উনি বিজেপিতে আসায় সেই বৃত্ত এবার সম্পূর্ণ হল।”

Related Articles

Back to top button