ধর্ষণ কলকাতার বুকে, কালীঘাট মন্দির চত্বরে ধর্ষিত হল দুই নাবালিকা

কলকাতা : ঠিক এমনই ঘটনা ঘটে গেল আবারও কলকাতার বুকে কালীঘাট মন্দির চত্বরে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। কালীঘাট মন্দিরের সামনে দুই ভিক্ষা জিবি নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার…

Avatar

কলকাতা : ঠিক এমনই ঘটনা ঘটে গেল আবারও কলকাতার বুকে কালীঘাট মন্দির চত্বরে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। কালীঘাট মন্দিরের সামনে দুই ভিক্ষা জিবি নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার দুপুর বেলা। তুলে নিয়ে যাওয়া হয় আদি গঙ্গার ধারে মা চণ্ডীর আশ্রম এ এবং সেখানেই তাদের ধর্ষণ করা হয়। এপ্রসঙ্গে গৌড় যাদব ওরফে কাজল এবং ১৪ বছর বয়সী বাল্টুকে গ্রেফতার করা হয়। এই অভিযোগে ববি নামে আরেক অভিযুক্ত কে খুঁজছে পুলিশ।

এই ঘটনাকে বোধহয় পাশবিক বলা চলে না, পশুর অধম এই মানুষগুলো বোধহয় আর বদলাবে না। কুরুচি সম্পন্ন এই মানুষ গুলোর পরিবর্তন সত্যিই প্রয়োজন, না হলে হয়তো সমাজের কলুষতা কোনদিন দূর করা যাবে না।

About Author