Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rashmi Desai: রশ্মি দেশাই তার সাহসী চেহারা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন, ৩৭ বছর বয়সে এমন স্টাইল

রশ্মি দেশাই ছোটপর্দার অন্যতম পরিচিত জনপ্রিয় অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বড়পর্দা দিয়েই তার অভিনয়ের হাতেখড়ি। প্রথমে একটি অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি…

Avatar

রশ্মি দেশাই ছোটপর্দার অন্যতম পরিচিত জনপ্রিয় অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বড়পর্দা দিয়েই তার অভিনয়ের হাতেখড়ি। প্রথমে একটি অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি পা রাখেন বলিউডে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার পরিচিতি যথেষ্ট। সেখানকার দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে ভালোই। ২০০৬ সালের পর হিন্দি টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। জি টিভিতে ‘রাবণ’ ধারাবাহিকে দেখা মিলেছিল তার। সেইসময় থেকে এখনো পর্যন্ত যতদিন গেছে তার জনপ্রিয়তা দর্শকদের মাঝে বেড়েছে আরো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ অর্থাৎ ১৩’ই ফেব্রুয়ারি ৩৭’এ পা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। অবশ্য তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা কঠিন সেকথা তার উপর নজর দিলেই স্পষ্ট হবে। নিজের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সাথেই এদিন সময় কাটাচ্ছেন তিনি। বেশ কয়েক ঘন্টা আগে নিজের ঘনিষ্ঠমহলের সাথে একটি ছবিও শেয়ার করে নিয়েছেন রশ্মি। খুব স্বাভাবিকভাবেই তারকা থেকে সাধারণমহল শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে অভিনেত্রীকে। সেই ঝলক অবশ্য মিলবে কমেন্টবক্সেই। ছবিতে একেবারেই ক্যাজুয়াল অর্থাৎ বিনা মেকাপ লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। এখন তার শেয়ার করে নেওয়া এই ছবিই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের পাশাপাশি তার অনুরাগীমহলে ভাইরাল।

পাশাপাশি নেটদুনিয়ায় অভিনেত্রীর আরও একটি বোল্ড লুক ভাইরাল হতে দেখা গিয়েছে। সেখানে অফ-শোল্ডার ও হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন নুড মেকাপে, হাই হিলে ছিলেন অভিনেত্রী। গলায় ও কানে পরেছিলেন মানানসই অলংকারও।‌ এটি গতবছর আগস্ট মাসের একটি বোল্ড ফটোশুটের লুক। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। নিঃসন্দেহে তার জন্মদিনে তার এই লুক পুনরায় ভাইরাল হতেই আবারো নজর টেনেছে সকলের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। অবশ্য তার উল্লেখ নিষ্প্রয়োজন।

About Author