জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

চোখের নীচে কালি পড়ছে? জেনে নিন কিভাবে চোখের নীচের ডার্ক সার্কেল দূর করবেন!

Advertisement
Advertisement

ঘুম থেকে উঠে এককাপ গরম চা না খেলে অনেকের দিন শুরুই হয় না। অনেকের তো আবার দিনে বেশ কয়েককাপ চা না হলে চলেই না। তবে সেটা লিকার চা হলেই ভালো হয়। কারণ দুধ চা এর থেকে লিকার চাতেই আছে বেশি উপকারী উপাদান।

Advertisement
Advertisement

আপনার চোখের নীচে কালি পড়ছে? অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছেন? চা পাতা দিয়ে সহজেই আপনি আপনার চোখের নীচের ডার্ক সার্কেল দূর করতে পারেন।

Advertisement

চা পাতায় আছে ক্যাফেইন, আর ট্যানিন। তাই চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল দূর করতে একটি টি ব্যাগ নিয়ে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। তারপর ১০ মিনিট চোখের ওপর রাখুন। এতে ফোলা ভাব ও ডার্ক সার্কেল দুটোয় কমে যাবে।

Advertisement
Advertisement

নিয়মিত রোদে ঘুরে ঘুরে আপনার ত্বক কালো হয়ে যাচ্ছে? কিছুতেই উঠছে না সেই ছাপ? চিন্তার কিছু নেই। চায়ের কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করতে থাকুন এটা, দেখবেন ত্বকের কালো ছোপ উঠে গেছে।

Related Articles

Back to top button