বর্তমান সময়ে বাজারে নানা কোম্পানির স্মার্টফোন রয়েছে। কিন্তু Samsung কোম্পানির ফোন মানেই হল ফোন লাভারদের কাছে একটা আলাদাই আবেগের জায়গা। এবার নিজেদের গ্রাহকদের কথা ভাবনা চিন্তা করে তেমনই কোম্পানির তরফে এমন একটি ফোন আনা হয়েছে যা সকলের বাজেটের মধ্যেও রয়েছে আবার অনেক ফিচার্সও রয়েছে।
কথা হচ্ছে Samsung Galaxy M13 5G নিয়ে। কোম্পানি গ্যালাক্সি এম 13 সিরিজ চালু করেছে, যার মধ্যে Samsung Galaxy M13 5G এবং Samsung Galaxy M13 লঞ্চ করেছে। এতে রয়েছে 6GB পর্যন্ত RAM, ১১টি ৫জি ব্যান্ড, সেগমেন্টের প্রথম অটো ডাটা সুইচিং ফিচার, ৬০০০ এমএএইচ, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এগুলোর দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে।
Galaxy M13 5G এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। এর 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটি। ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ভারতে Galaxy M13 এর 4G ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এর 4GB RAM ও 64GB ভ্যারিয়েন্টের দাম এটি। ফোনটির 6GB RAM ও 128GB RAM স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। দুটি ভ্যারিয়েন্টই ২৩ জুলাই থেকে Samsung.com, অ্যামাজন এবং নির্বাচিত কিছু রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
এগুলি অ্যাকোয়া গ্রিন, মিডনাইট ব্লু এবং স্টারডাস্ট ব্রাউন রঙের অপশনে আপনি পেয়ে যাবেন। স্যামসাং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য ১,০০০ টাকার বিশেষ লঞ্চ অফার দিচ্ছে। এতে রয়েছে ডুয়াল-সিম সাপোর্ট। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২-এ কাজ করে। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে। এতে 6GB পর্যন্ত র RAM রয়েছে, যা RAM প্লাস ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এর প্রথম সেন্সর ৫০ মেগাপিক্সেলের। দ্বিতীয়টি ২ মেগাপিক্সেল সেন্সর। ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে ১২৮ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত কেনা যাবে। এতে রয়েছে ১১টি ফাইভজি ব্যান্ড। এই ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15W চার্জিং সাপোর্ট করে।