নিজেদের সাহসী কর্মকান্ডের মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে যে কেউই পরিণত হচ্ছে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে। বিশেষ করে ভারতীয় যুবতীদের সাহসী ডান্স, তাদেরকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। আবার নিজের অজান্তেই অনেকে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। তাছাড়া অনেকেই ভাইরাল হওয়ার জন্য সাহসের সর্বসীমা অতিক্রম করছেন। তবে ইন্টারনেটে প্রতিমুহূর্তে ভাইরাল হওয়া হাজার হাজার ভিডিওর মধ্যে সাহসী ভিডিওগুলো একটু বেশিই পছন্দ করেন নেটিজেনরা। আর সেই কারণে অনেক যুবতীরাই বাধা নিষেধের সব সীমা অতিক্রম করছেন।
হরিয়ানার যুবতীদের জনপ্রিয়তা
আর সাহসী ডান্সের ক্ষেত্রে বিগত কয়েক বছরে রীতিমত জনপ্রিয়তা অর্জন করেছে হরিয়ানার সেক্সি যুবতীরা। আমরা আপনাদের বলি, হরিয়ানার নৃত্য শিল্পীদের হাত ধরে বলিউড ভিন্ন বিনোদনের সেরা রসদ খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। স্বপ্না চৌধুরী, সুনিতা বেবি, মুসকান বেবি সহ রচনা তিওয়ারির মত একাধিক নৃত্যশিল্পীরা আজ নিজেদের সাহসিকতার কারণে রাজত্ব করছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, যেখানে এক দশক আগে সোশ্যাল মিডিয়া মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজ প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছেন সাধারণ যুবতীরা। আপনারা জানলে অবাক হবেন, এমন অনেক ভারতীয় যুবতী রয়েছেন, যাদের ফ্যান ফলোয়িং বলিউডের তারকা অভিনেত্রীর চেয়েও বেশি।
ভাইরাল হচ্ছে এই ভিডিও
বিগত বেশ কয়েক বছরে নিজের গান এবং নাচের মাধ্যমে হরিয়ানার ডান্স কুইন স্বপ্না চৌধুরী কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মূলত, তার গান এবং সাহসী ডান্সের জন্য কোটি কোটি ভক্ত রয়েছে সারা ভারতে। বর্তমানে লাবণ্যময়ী এই নৃত্য শিল্পীর যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টাইট স্যুটে হরিয়ানার জনপ্রিয় গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে ডান্স করছেন তিনি। সাহসিকতার লেশ মাত্র না দেখিয়ে এই ভিডিওতে মানুষের মন জয় করতে দেখা গেছে সেক্সি স্বপ্ন চৌধুরীকে। নিরিবিলিতে সময় কাঁটাতে চাইলে এইবেলা দেখে নিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া স্বপ্ন চৌধুরীর সর্বশেষ ভিডিওটি-
View this post on Instagram














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film