টেক বার্তা

Second Hand Car: ১ লক্ষ ৬৫ হাজার টাকা থেকেও কমে বাড়িতে নিয়ে আসুন Maruti Suzuki কোম্পানির এই গাড়িগুলি, দেখে নিন পুরো ডিটেল

এখন ভারতের বাজারে মারুতি সুজুকি সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে

Advertisement

ভারতীয় বাজারে বেশ কয়েক দশক ধরেই সব থেকে জনপ্রিয় গাড়ি কোম্পানি হয়ে থেকেছে মারুতি সুজুকি। শুধুমাত্র আজকে থেকে নয়, বহু বছর ধরে এই গাড়ির কোম্পানিটি রয়েছে জনপ্রিয়তা শিখরে। তার পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারেও একইভাবে জনপ্রিয়তার টিকে রয়েছে মারুতি সুজুকি গাড়ির। আপনি যদি নিজের জন্য একটি maruti suzuki কোম্পানির সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাহলে এই আর্টিকেল শুধুমাত্র আপনার জন্যই। আজ আমরা আপনাদের জন্য এমন একটি গাড়ির সন্ধান নিয়ে এসেছি যে গাড়ি আপনি মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকায় কিনে নিতে পারবেন। এটি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও, এই গাড়িটির অবস্থা এখনো পর্যন্ত বেশ ভালো। অর্থাৎ এই গাড়িটি আপনার জন্য একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই গাড়ির ব্যাপারে এবং কিভাবে আপনি এই গাড়িটি কিনবেন।

Swift LDI

আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি এখন বিক্রির জন্য বন্ধ হয়ে গেলেও সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো জনগণের মধ্যে এই গাড়ির একটা আলাদা রকমের চাহিদা রয়েছে। মারুতি সুইফট এলডিআই লাইন আপের টপ মডেল এবং এই গাড়ির দাম ৫.৯৯ লক্ষ টাকা। এই গাড়িটি ২৮.৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করতে পারে এবং ছয়টি কালার অপশানে এই গাড়ি আসে।

Swift LXI

বাজারে পেট্রোল চালিত গাড়ির মধ্যে এই গাড়িটির জনপ্রিয়তা সব থেকে বেশি। এই গাড়িটির দাম ৫.৯৯ লক্ষ টাকা এবং এই গাড়িটি ২২.৩৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই গাড়িটিও আপনি ছয়টি কালার অপশনে দেখতে পারবেন এবং এই মুহূর্তে অনেকটা সস্তায় এই গাড়ি আপনি কিনতে পারছেন সেকেন্ড হ্যান্ড বাজারে।

Swift VXi

এই গাড়িটি পেট্রোল ভেরিয়ান্টে পাওয়া যায় এবং এই গাড়ির দাম ৭.৭৪ লক্ষ টাকা। এই গাড়িটি ২২.৩৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই গাড়িটিতে ৮৯ বিএইচপি এবং ১১৩ নিউটন মিটার ক্ষমতার মোটর দেওয়া হয়েছে। এই গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে আসে এবং ছয়টি কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়ি থেকে। এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে এই গাড়িটিও আপনি অনেকটা সস্তায় কিনে ফেলতে পারবেন।

Related Articles

Back to top button