Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামী নিখিলের সঙ্গে বচ্চন পরিবারের মেয়ের এমন ছবি কখনও দেখেননি

Updated :  Tuesday, April 26, 2022 6:55 PM

অমিতাভ বচ্চন বলিউডের বিগ বি। ছেলে অভিষেক বচ্চন অভিনয় দুনিয়ায় পা রাখলেও মেয়ে শ্বেতা বচ্চন একজন বিজনেস উইমেন। প্রতিমুহূর্তে মিডিয়ার একাধিক চোখ থাকে বচ্চন পরিবারের উপর। কোন না কোন কারণে চর্চায় থাকেন তারা। তবে শ্বেতা বচ্চন নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনতে একেবারেই পছন্দ করেন না। তিনি নিজের স্বামী ও ছেলেমেয়েদের সাথে চর্চার বাইরে গিয়ে সময় কাটাতে পছন্দ করেন। তবে সম্প্রতি স্বামী নিখিল নন্দার সাথে শ্বেতার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেখানে তাদের ভালোবাসায় ভরা রসায়ন প্রকাশ পেয়েছে।

স্বামী নিখিলের সঙ্গে বচ্চন পরিবারের মেয়ের এমন ছবি কখনও দেখেননি

কয়েকদিন আগেই বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বোঝাই যাচ্ছে কাদের কথা বলা হচ্ছে! হ্যাঁ ঠিকই ধরেছেন, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের কথাই হচ্ছে। এই তারকা-জুটির বিয়ের অনুষ্ঠানে সকলের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্বেতা ও নিখিলও। আসলে কাপুর পরিবারের সাথে নন্দা পরিবারের আত্মীয়তার সম্পর্ক। রণবীর কাপুরের পিসি ঋতু নন্দার ছেলে নিখিল নন্দা। সম্পর্কে শ্বেতা বচ্চন রণবীর কাপুরের বৌদি হন। অতএব, এইটুকু স্পষ্ট যে, এই দুই পরিবার একেবারে পারিবারিক সূত্রে আবদ্ধ।

স্বামী নিখিলের সঙ্গে বচ্চন পরিবারের মেয়ের এমন ছবি কখনও দেখেননি

১৯৯৭ সালের ১৬’ই ফেব্রুয়ারি নিখিল নন্দর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। সেই থেকেই একে অপরের সাথে একসাথে পথ চলছেন তারা। উল্লেখ্য, এনারা দুজনেই বিজনেস দুনিয়ার সাথে যুক্ত। নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময়ই লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন এই জুটি। তাদের দুটি সন্তান। মেয়ে নব্যা ও ছেলে অগস্থ।

স্বামী নিখিলের সঙ্গে বচ্চন পরিবারের মেয়ের এমন ছবি কখনও দেখেননি

মাঝে মাঝে এনারা সপরিবারে ধরা দেন ক্যামেরার সামনে। যেকোনো ধরনের পূজা-পাঠ কিংবা কোনো অনুষ্ঠান নিজেদের বাড়ির মধ্যেই একেবারে ঘরোয়াভাবে করতে পছন্দ করেন তারা। মাঝে মাঝে তার ঝলকও উঠে আসে মিডিয়ার পাতায়। বচ্চন পরিবার ও নন্দা পরিবারের মধ্যে সম্পর্কও বেশ গভীর, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

 

বচ্চন পরিবারের জামাই হিসেবে নিখিল নন্দার খাতির নেহাতই কম নয়। অন্যদিকে নন্দা পরিবারেও অমিতাভ কন্যা শ্বেতা রয়েছেন রাজ-রানীর মতো। তবে বর্তমানে বলাই বাহুল্য, নিজেদের ছেলে-মেয়ে নব্যা ও অগস্থর জন্য থেকে থেকেই মিডিয়াতে চর্চায় উঠে আসতে দেখা যায় শ্বেতা বচ্চন ও নিখিল নন্দাকে। এতবছর পরেও তাদের মাঝে প্রেম কমেনি এতটুকুও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের যে একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে, তা দেখলেই সবটা স্পষ্ট হবে।