সুরজিৎ দাসঃ ডার্বির ঠিক ৪৮ ঘন্টা আগেই মোহনবাগান জানিয়ে দিলো তাদের ষষ্ঠ বিদেশীর নাম স্পেনের ৩১ বছর বয়সী অ্যাটাকিং মিডিও জুলেন কলিনাস ওলাইজোলা কে সই করালো সবুজ মেরুন ব্রিগেড। রিয়াল সোশিয়াদাদের আকাডেমির প্রাক্তনী এই ফুটবলার খেলেছেন স্পেনের একাধিক ডিভিশনে ইউসিএম মুরসিয়া, কালচারাল লিওনেসের হয়ে খেলেছেন তিনি সেগুন্ডা বি ডিভিশন ও চ্যাম্পিয়ন হন ২০১৬-১৭ মরশুমে সেখানে ৩১ গোল করেছিলেন জুলেন। আদতে উইং এর খেলোয়াড় হলেও তিনি ফরওয়ার্ড এও খেলতে পারেন দীর্ঘদেহী এই ফুটবলার কে ঘিরে উচ্ছ্বসিত সবুজ মেরুন কোচ ভিকুনা।
তবে কলকাতা লিগে তাকে পাওয়া যাবে কি না সেবিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছে না যদি কলকাতা লিগে একান্তই তাকে পাওয়া না যায় তাহলে আসন্ন শেখ জামাল ইন্টারনাশ্যনাল টুর্নামেন্ট এ তাকে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সি তে। ওইলাইজোলা কে সই করানোর সাথে সাথেই নিজেদের বিদেশী কোটা সম্পন্ন করলো মোহনবাগান দল পড়শি ক্লাব ইস্টবেঙ্গল ও তাদের ছয় বিদেশী কে চুড়ান্ত করে ফেলেছে অনেক আগে এখন দেখার স্পানিশ কম্বোর উপর ভরসা করে আইলিগে কতোটা এগোতে পারে দুই বড়োদল।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement