সকলকে বাড়িতে থেকে উৎসব পালনের পরামর্শ দিলেন সৌরভ

কলকাতা: এবারের পুজো অন্য বাড়ির পুজোর থেকে অনেকটাই আলাদা। এ বছরে মায়ের আরাধনাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আনন্দের থেকে। কারণ, অতিমারির মধ্যে দিন কাটাচ্ছে দেশবাসী। তাই রাস্তায় মহাষষ্ঠীর সন্ধ্যেতে তেমন ভিড়…

Avatar

কলকাতা: এবারের পুজো অন্য বাড়ির পুজোর থেকে অনেকটাই আলাদা। এ বছরে মায়ের আরাধনাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আনন্দের থেকে। কারণ, অতিমারির মধ্যে দিন কাটাচ্ছে দেশবাসী। তাই রাস্তায় মহাষষ্ঠীর সন্ধ্যেতে তেমন ভিড় লক্ষ্য করা গেল না। সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই বলছেন, যতটা সম্ভব বাড়িতে থেকেই পরিবারের সঙ্গে পুজো কাটানোর কথা। এমনকি হাইকোর্টও তেমন রায় দিয়েছে। আর এবার শহরের মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন তিনিও তাঁর পুজোটা বাড়িতেই কাটাবেন।

একটি বিজ্ঞাপনী সংস্থার হয়ে এমন প্রচারই করেছেন মহারাজ। তিনি বলেছেন, তিনিও তাঁর পুজোটা বাড়িতে থেকেই কাটাবেন এবং সকলকে সেভাবেই উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন। বেহালার বড়িশা প্লেয়ারস কর্নারের পুজো মহারাজের পুজো হিসেবেই পরিচিত। কারণ, তাঁর বাড়ির পাশেই এই পুজো হয়। তাঁর পরিবারের সকলে ওতপ্রোতভাবে জড়িত এই পুজোর সঙ্গে। চতুর্থীতে নিজের পাড়ার পুজো উদ্বোধন করেন মহারাজ।

আর উদ্বোধন শেষে তিনি বলেন, ‘ভাল থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে থেকেই উৎসব পালন করবেন। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এ বছরটা প্রত্যেক বছরের থেকে অনেকটাই আলাদা। মা সামনের বছর আবার আসবে। এ বছরের পর করোনা থেকে মুক্ত হবে। তাই এ বছরটা একটু বেশি সাবধানে থাকবেন। পরিবারের সঙ্গে থাকবেন। কারণ, যদি কোনও বিপদ হয়ে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। তাই সাবধানে থাকুন, বাড়িতে থাকুন।’ এভাবেই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।