Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti: সোজা বাথটব থেকে নিজের হট ছবি শেয়ার করলেন শ্রাবন্তী, দেখে হাঁ ভক্তরা

Updated :  Wednesday, October 12, 2022 7:26 PM

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

প্রায় একাধিক সময় একাধিক জায়গায় বডি শেমিং নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষজনক মন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে। অবশ্য তিনি সেইসব মন্তব্যে কান না দিলেও, তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘অচেনা উত্তম’এ অভিনয়ের জন্যই কিছুটা মোটা হতে হয়েছিল তাকে। গত জুলাই মাসেই মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় ছিলেন শ্রাবন্তী। তবে তারপর থেকেই আবারো জিমে গিয়ে ফিট থাকার জন্য কসরত শুরু করে দিয়েছেন তিনি। এখন প্রায়ই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় তার শরীরচর্চার একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে এবার অভিনেত্রী যা করলেন! তা দেখে চমকে গিয়েছেন অনেকেই।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবি দেখে চোখ সরছে না নেটমহলের অধিকাংশের। তবে ভক্তদের এই মুগ্ধতা বেশ ভালোভাবেই উপভোগ করেন অভিনেত্রী, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে সম্প্রতি অভিনেত্রী একেবারে বাথরুমের বাথটব থেকে ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বাথটব ভর্তি জলে ছড়ানো ছিল ফুলের পাপড়িও। তার মধ্যেই একেবারে বোল্ড লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। ওয়ান সাইডেড অফ-শোল্ডার হাই থাই স্লিটেড কালো পোশাকে ছিলেন তিনি। মানানসই মেকাপের পাশাপাশি অভিনেত্রীর কানে ছিল মূল্যবান দুল ও হাতে ছিল ব্রেসলেট। বেশ কয়েকটি মানানসই আংটিও পরে থাকতে দেখা গিয়েছে তাকে। এদিন বাথটবে হাতে গোলাপ নিয়েই একেবারে মোহময়ী রূপে ছিলেন তিনি। তার চোখের চাহনিতে ঘায়েল হয়েছেন অভিনেত্রীর পুরুষভক্তদের একাংশও। সম্ভবত কোন বোল্ড ফটোশুটের খাতিরেই এই ছবিগুলি তুলেছেন তিনি। সম্প্রতি সেই ফটোশুটের ছবি সূত্রেই নেটমাধ্যমে পারদ চড়িয়েছেন শ্রাবন্তী।