একুশে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব। এরইমধ্যে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তার পুরনো দলের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন। শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর দিন থেকেই রাজনৈতিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছেন। কিন্তু গতকাল শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম সরাসরি চিটফান্ড দুর্নীতির সাথে জড়িয়ে দিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দিনটা আসার ছিল কিন্তু এত তাড়াতাড়ি আসবে তার ধারণা করা যায়নি।
শুভেন্দু অধিকারী গতকাল জনসভা থেকে বলেন, “আমি ভাইপোকে তোলাবাজ বলেছি তাতে ভাইপোর রাগ হয়ে গেছে। ভাইপো জনসভা থেকে আমাকে সারোদা নারোদা বলেছে। বলেছি আমিও নাকি তোলাবাজ। কিন্তু মুখে বললেই হয় না। পুরো ব্যাপারে তদন্ত হবে। আর তদন্ত স্পষ্ট করে দেবে কে দোষী এবং কে নির্দোষী।” সেই সাথে তিনি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে প্রশ্নবান ছুঁড়ে বলেছেন, “সুপ্রিম কোর্টের পেশকার হলফনামায় কি বলা হয়েছে? মুখ্যমন্ত্রীর আঁকা ছবি চিটফান্ড সংস্থা কেন কিনেছিল? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার টিভি কোম্পানিকে কেন বেতন দেওয়া হত?”
বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রধানত তোলাবাজ ভাইপোকে নিশানা করেছে। তার একমাত্র লক্ষ্য স্থির আছে যে তাকে বাংলা থেকে তোলাবাজ ভাইপোকে হঠাতে হবে। তাই তারা স্লোগান তুলেছে, “তোলাবাজ ভাইপো হাটাও”। কিন্তু এখানেই থেমে থাকছে না সে। এবার দুর্নীতির প্রশ্নে পিসি ভাইপো দুজনকে টানছে শুভেন্দু। তোলাবাজি প্রসঙ্গে তিনি বলেছেন, দেখবেন রাস্তা দিয়ে সারি সারি ট্রাক যাচ্ছে। সেই ট্রাক আটকে কাগজ দেখতে চাইলে দেখবেন দেখাচ্ছে ভাতিজা গেটপাস।” সেইসাথে শুভেন্দু এদিন সভা থেকে হুংকার দিয়ে বলেছেন, “পিসি ভাইপো সরকার বাংলায় আর ফিরবে না।”