Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহা ষষ্ঠীতেই অনন্যা হয়ে উঠলেন স্বস্তিকা, নজরকাড়া ফটোশ্যুটে অভিনেত্রী

Updated :  Thursday, October 22, 2020 9:27 PM

স্বস্তিকা মানেই গ্ল্যামার, ছক ভাঙ্গা জীবন, এক গাল হাসি, উন্মাদনায় ভরা চোখ আর সাবলীল অভিনয়। আবারও মহা ষষ্ঠীর দিন একদম ভিন্ন লুকে হাজির হয়েছেন সন্তু কন্যা স্বস্তিকা।

মহা ষষ্ঠীতেই অনন্যা হয়ে উঠলেন স্বস্তিকা, নজরকাড়া ফটোশ্যুটে অভিনেত্রী

এই সাজের প্রধান আকর্ষণ তাঁর মাথায় ফুলের টিকলি আর হাতে শাঁখার পাশে ফুলের বালা।

মহা ষষ্ঠীতেই অনন্যা হয়ে উঠলেন স্বস্তিকা, নজরকাড়া ফটোশ্যুটে অভিনেত্রী

মাথার টিকলির সঙ্গে সাজ মিলিয়ে ব্লাউজেও ফুলের ছোঁয়া।

মহা ষষ্ঠীতেই অনন্যা হয়ে উঠলেন স্বস্তিকা, নজরকাড়া ফটোশ্যুটে অভিনেত্রী

অভিনেত্রী তাঁর ছবিগুলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “পাড়ায় ঢাক বাজছে। মাইকে নম মাধব শুনতে পেলাম। এই টুকু পেলেই তো হোলো। শুভ ষষ্ঠি”।

মহা ষষ্ঠীতেই অনন্যা হয়ে উঠলেন স্বস্তিকা, নজরকাড়া ফটোশ্যুটে অভিনেত্রী