Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা ঝুঁকি এড়িয়েই ৬ মাস পরে খুলল তাজমহল

Updated :  Tuesday, September 22, 2020 5:56 PM

আগ্রা : আনলক-৪ এর অন্যতম সংযোজন হল বিশ্বের এক অন্যতম আশ্চর্য ভারতের তাজ মহল। অর্থাৎ দীর্ঘদিন পর পরিস্থিতি আবার একটু স্বাভাবিক হতেন দরজা খুললো তাজ মহলের।  আর প্রথম যে পর্যটক ভিতরে ঢুকলেন তিনি একজন চিনা নাগরিক৷ চিনা ওই নাগরিকের নাম লিয়াং চিয়াচেং।

সোমবার ভোর ৫.৩৯ মিনিটে প্রথম দর্শনার্থী তাজ মহলে প্রবেশ করেন৷ সোমবার তাজ মহলে এসেছিলেন মোট ১২৩৫ জন দর্শনার্থী। আগে প্রতিদিন তাজ মহলে ২০ থেকে ৪০ হাজার দর্শনার্থী আসতেন, কিন্তু এখন করোনা পরিস্থিতিতে সারাদিনে মোট ৫ হাজার দর্শনার্থীকেই তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ ভারতে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ।

প্রতিদিন করোনা আক্রান্তের পাশাপাশি এখন আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণের হার। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন।

মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। সংক্রমণ কমাতে আপাতত ব্যবহার করা হচ্ছে ই টিকিটের। প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি হাত এবং পা ভাল করে স্যানিটাইজ দেওয়া হচ্ছে দর্শনার্থীদের৷ সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে একটা ব্যাচ, দ্বিতীয় ব্যাচ শুরু হবে বেলা ১২.৩০ থেকে ৫টা পর্যন্ত৷