টেক বার্তা

শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া মেটাতে তৎপর ভোডা-আইডিয়া-এয়ারটেল

Advertisement

এজিআর (অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ) বাবদ টেলিকম সংস্থাগুলোর বকেয়া টাকার পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল সুপ্রিমকোর্টের। তাই গত ২৪ শে অক্টোবর ২০১৯ সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল যে, ২৩ শে জানুয়ারি ২০২০-র মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে ফেলতে হবে টেলিকম সংস্থাগুলোকে। এ বিষয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রককে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত।

কিন্তু সময় পেরিয়ে গেলেও টেলিকম সংস্থা বা কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কোন পক্ষই কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষুদ্ধ হন সর্বোচ্চ আদালতের বিচারপতি। আগামী ২০ মার্চ ২০২০-তে পরবর্তী শুনানির আগে সমস্ত বকেয়া মিটিয়ে না ফেললে কড়া শাস্তির মুখে পড়তে পারে টেলিকম সংস্থাগুলো, এমনই ঈঙ্গিত সুপ্রিমকোর্টের।

আরও পড়ুন : মাসে খরচ মাত্র ১০৮ টাকা, BSNL নিয়ে এলো চারটি দুর্দান্ত প্ল্যান

সুপ্রিমকোর্টের মনোভাব বুঝে নড়েচড়ে বসেছে টেলিকম সংস্থাগুলো। ভোটাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে তারা। কেন্দ্রের কাছে বর্তমানে এজিআর বাবদ বকেয়া টাকার পরিমাণ ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা। যার মধ্যে এই ৩ সংস্থার বকেয়ার পরিমাণ ১ লক্ষ কোটি টাকার বেশি। বকেয়া টাকার অঙ্ক অত্যধিক হওয়ায় এখনই একসঙ্গে তা মিটিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাগুলো।

Related Articles

Back to top button