Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মরশুমের শীতলতম দিন কলকাতায়, কত হলো আজ কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা?

Updated :  Friday, January 6, 2023 10:21 AM

মাত্র এক সপ্তাহের মধ্যে আবহাওয়ার ভোল বদল। কলকাতা তথ্য দক্ষিণবঙ্গে শুক্রবার এই মৌসুমের শীতলতম দিন। তাপমাত্রা নামল দশ ডিগ্রী সেন্টিগ্রেডের কোঠায়। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা তিন ডিগ্রি কম। একদিকে হু হু করে তাপমাত্রার পতন এবং অন্যদিকে প্রবল উত্তরে হওয়ার কারণে একেবারেই নাজেহাল কলকাতা বাসি।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল সৈত্য প্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার অব্দি জারি থাকবে এই তাপমাত্রার পতন। শুধু যে রবিবার অব্দি হাড় কম্প দিয়ে শীত থাকবে তাই নয়, আগামী সপ্তাহেও একই রকম ইনিংস খেলতে চলেছে শীত। শুক্রবারের ১০.৯ ডিগ্রি সেলসিয়াস এরপর শনিবার আরও তাপমাত্রার পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার এবং সোমবার পারদপতন একটু কম হলেও আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে।

২০১৭ পর কলকাতায় এই প্রথম ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। ২০১৮ সালে জানুয়ারিতে এই তাপমাত্রা এসেছিল ১১ ডিগ্রী সেন্টিগ্রেডে। ইতিমধ্যেই এই তাপমাত্রা পৌঁছেছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। জেলার দিকে তাপমাত্রা আরো কম। কিছু জেলায় কুয়াশার চাদর এবং ভোরের দিকে শিশির পড়তে দেখা গিয়েছে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার এবং ঝকঝকে।