আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রথাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।
এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার।
সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে জনপ্রিয়তা পাচ্ছে ‘Ullu‘ ওয়েবসাইট। এতে কিছুদিন আগে রিলিজ করেছে ‘সাস বহু ও এনআরআই‘ নামক একটি সিরিজ। পরকীয়া সম্পর্কের উপরে ভিত্তি করে আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। ওয়েব সিরিজে শাশুড়ির সঙ্গে বউমার ভাইয়ের অবৈধ সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। এই ওয়েব সিরিজে বেডসিন রয়েছে মুহূর্তে মুহূর্তে। পরিবারের সামনে ভুল করেও এই ওয়েব সিরিজ দেখবেন না। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজসী বর্মা এবং পারমিতা দে। ওয়েব সিরিজের কিছু ঝলক দেখতে চাইলে এখানেই দেখে নিন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside